International Women's Day: পশ্চিমবঙ্গে মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত, নারী দিবসে দাবি দিলীপ ঘোষের
Dilip Ghosh: যাঁরা লোকসভায় গিয়ে রুলবুক, কাগজ ছুড়ে সাসপেন্ড হয়েছেন, তাঁরা এখন গণতন্ত্র শেখাচ্ছেন। বিধানসভা বিধায়করা দাবিদাওয়া জানাবেন, স্লোগান দেবেন, এটাই তো পদ্ধতি, মন্তব্য দিলীপ ঘোষের।
রঞ্জিত সাউ, কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আজ ইকোপার্কে বলেন, ‘আজ নারী দিবস। নারীদের নিয়ে চিন্তা করা উচিত। মহিলাদের সম্মান এবং সুরক্ষা নিয়ে ভাবা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলারা বেশি অসুরক্ষিত। মহিলারা অত্যাচারিত হলে পশ্চিমবাংলায় অভিযোগ নেওয়া হয় না। আজ সমাজের সব লোকের ভাবা উচিত। আমাদের মাতৃজাতিকে সুরক্ষা, সম্মান দেওয়া নিয়ে ভাবা উচিত।’
গতকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের আগে বিজেপি বিধায়কদের বিক্ষোভ নিয়ে সরব হয়েছে তৃণমূল। আজ শাসক দলকে বিঁধে দিলীপ ঘোষের পাল্টা জবাব, ‘যা হয়েছে ঠিক হয়েছে। যেখানে হিংসা, অত্যাচার অভিযোগ শোনার কেউ নেই, যেখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রে বিরোধীদের কোনও স্থান নেই, বলার জায়গা নেই, সেখানে বিধানসভায় বলতে হবে। যাঁরা বলছেন বিশৃঙ্খলা, এতে বিশৃঙ্খলার কী আছে! দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, তাতে কী আছে? স্লোগান দিয়েছেন, দাবি করেছেন, এটাই তো পদ্ধতি। যাঁরা এতদিন বিধানসভা, লোকসভা বন্ধ করতেন, তাঁরা এখন বলছেন, এটা অগণতান্ত্রিক! পার্লামেন্টে গিয়ে যাঁরা বিশৃঙ্খলা তৈরি করেন, মার্শালের সঙ্গে মারামারি করেন, কাগজ ছোড়েন, তাঁরা আজকে আমাদের গণতন্ত্র শেখাচ্ছেন! এটা তাঁদের সইতে হবে।’
আরও পড়ুন পদত্যাগের ইচ্ছে প্রকাশ উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতির
আমতার ছাত্রনেতা আনিস খানের পাইপ বেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে, এই দাবি করেছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তাঁকে পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষের মন্তব্য, ‘আমি জানি না উনি ওখানে উপস্থিত ছিলেন কি না। ওঁকেই প্রথমে জিজ্ঞাসাবাদ করা উচিত। উনি জানলেন কী করে? সিট-এর তদন্তকারী আধিকারিকদের ওঁকেই জিজ্ঞাসা করা উচিত। কোথায় এই ধরনের ঘটনা পেলেন এবং কীভাবে পেলেন, জিজ্ঞাসা করলে সত্যটা উদঘাটন হবে।’
গত ৫ মার্চ দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে তৃণমূলের একটি জনসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সেখানে তাঁকে ছাত্রনেতার মৃত্যু নিয়ে মুখ খুলতে দেখা যায়। তৃণমূল বিধায়কের এই মন্তব্য ভাইরাল। এই মন্তব্য নিয়েই সওকতকে কটাক্ষ করেছেন দিলীপ।