Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন, আদালতে যাদবপুর থানা
৮ সেপ্টেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করে আদালতে গেল যাদবপুর থানা। হাইকোর্টে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতির আবেদন করেছে পুলিশ। ১৭ অগাস্ট যাদবপুরকাণ্ডে বিজেপির যুব মোর্চার কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। ৮ সেপ্টেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ১৭ অগাস্ট বিজেপির যুব মোর্চার মঞ্চ খোলার প্রতিবাদে ধুন্ধুমার বাধে যাদবপুরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীদের।
এ দিন ছাত্র-মৃত্য়ুর ঘটনার প্রতিবাদে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ৩ নম্বর গেটের সামনে মঞ্চ তৈরি করে বিজেপির যুব মোর্চা। পরেরদিন সকালে ওই মঞ্চ খুলে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্য়ানে। পাল্টা যাদবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় অবস্থান-বিক্ষোভ। শনিবার পর্যন্ত কর্মসূচির ডাক দিলেও, এ দিনের মতো সভামঞ্চে কর্মসূচি স্থগিত রাখে বিজেপি যুব মোর্চা।
ছাত্র মৃত্যুর ঘটনার পর এবার যাদবপুরে রক্তারক্তিকাণ্ড! বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এ দিন এ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা ব্যানার্জির পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে., আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের।
এর পরই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোচ্ছেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দুর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ।
অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বাধে! বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে যান এই যুবক! তাঁর নাক-মুখ ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে। এছাড়া, এদিকে ছাত্র-মৃত্য়ুর ঘটনার প্রতিবাদে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ৩ নম্বর গেটের সামনে বুধবার মঞ্চ তৈরি করে বিজেপির যুব মোর্চা।
শুক্রবার সকালে ওই মঞ্চ খুলে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্য়ানে। পাল্টা যাদবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় অবস্থান-বিক্ষোভ।