Jadavpur University Chaos: কীভাবে আহত ইন্দ্রানুজ ? যাদবপুরকাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার
Lal Bazar On Bratya Basu On Jadavpur University Incident : যাদবপুরকাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার।

কলকাতা: কী হয়েছিল যাদবপুরে? ১ মার্চ ঠিক কী হয়েছিল? কীভাবে আহত ইন্দ্রানুজ? সূত্র মারফত খবর, যাদবপুরকাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার। কীভাবে হামলার শিকার, পুলিশকে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।
কিন্তু উল্টোদিকে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপার অভিযোগ খারিজ করতে, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। সোমবার সকুটার-তত্ত্ব তোলার পর, এবার আহত ছাত্রের আঘাতের ধরণ নিয়ে প্রশ্ন তুলল তারা। দেবাংশু ভট্টাচার্য বলেন, যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয়, স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে, আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে, তার আগে কমপক্ষে নাকের হাড়, কপালের হাড় এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হয়। কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত। কিন্তু, তাঁর কি নাকের হাড় ভেঙেছে? কপালের হাড় ভেঙেছে? গালের হাড় ভেঙেছে? না।... তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য় নয়। বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য় নয়।
যদিও, আহত ইন্দ্রানুজ রায় জানিয়েছেন, সেদিন বারবার বলা সত্ত্বেও, গাড়ির গতি কমানো হয়নি। আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেন, গাড়িটা চলতে শুরু করার পর...স্লো ডাউন করতে বলি। স্লো ডাউন করেন না। চিকিৎসাধীন পড়ুয়ার আঘাতের ধরন নিয়ে তৃণমূল যে প্রশ্ন তুলছে, তা সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা-ও। দেবাংশু ভট্টাচার্য আরও বলেন, আড়াআড়ি সে শুয়ে রয়েছে। তার ওপর দিয়ে এত বড় একটা গাড়ি গেছে। তারপরও সেই ব্য়ক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে। এটা কীকরে সম্ভব? কোন অঙ্কে সম্ভব?
আরও পড়ুন, 'BJP-র অন্তত ৪ জন সাংসদ তৈরি..'! বিস্ফোরক তথ্য কুণালের, তাপসীর পর ওয়েটিং লিস্টে কারা ?
হাসপাতাল থেকে ছাড়ার আগে আহত ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, 'ডাক্তারকে আমি আজকে সরাসরি জিজ্ঞেস করেছি আঘাতটা কীসের?... উনি বলেছেন যে এটা ফাইন কাট নয়। এটা একটা স্ম্যাশড। কোনও ভারী কিছুর ধাক্কা লাগলে থেঁতলে যাওয়া যাকে বলে চোখের সাইডটা থেঁতলে গেছে।... এটা ডাক্তার যা অভিমত দিয়েছেন যে এটা থেঁতলে যাওয়া জিনিস। কাট নয়। কোনও ভারী কিছুর ধাক্কা লাগলে এভাবে থেঁতলানো সম্ভব। 'শেষ অবধি জখম পড়ুয়ার আঘাতের ধরণ নিয়েও আমরা-ওরা!






















