Jadavpur University Fire Incident: রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন ! ভিতরে ঢুকে আগুন লাগাল কারা ?
Jadavpur University Fire Violence: ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ৯টা, ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন !

কলকাতা: WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর, ফের ক্যাম্পাসে আগুন! তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ফের আগুন। রাত সাড়ে ৯টা নাগাদ ফের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন! রাতে ক্যাম্পাসে ঢুকে কারা আগুন লাগাল? এখনও রহস্য।
WBCUPA বনাম SFI সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এল জুতো! যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত হন ব্রাত্য, গেলেন এসএসকেএমে।দফায় দফায় সংঘর্ষ, তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন! ক্যাম্পাসেই ওয়েবকুপার সঙ্গে SFI-এর সংঘাত, স্লোগান-পাল্টা স্লোগান। একদিকে SFI-র বিক্ষোভ, অন্য পথে ক্যাম্পাসে ঢোকেন এদিন শিক্ষামন্ত্রী । ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে চলে, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ।
বিক্ষোভ-বিশৃঙ্খলা এখানেই থেমে থাকেনি। ক্যাম্পাসে তৃণমূলপন্থী কর্মী সংগঠন শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ভাঙচুর চালানো হয়। এরপর জিনিসপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় অফিসের দরজার কাচ। সমস্ত জিনিস বাইরে পড়ে, চেয়ার, কম্পিউটার। অগ্নিসংযোগ করা হয়েছে। দরজা ভাঙা অবস্থায়। ভিতরে কাচ ভাঙা। কিন্তু রাত সাড়ে ৯টায় ফের আগুন লাগা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
যাদবপুরে শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগ। গাড়ি ভাঙচুর। গাড়ির হাওয়া খুলে দেওয়া আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে এভাবেই গাড়ির নিচে পড়ে গেলেন বিক্ষোভকারী পড়ুয়া। কোনওক্রমে তাঁকে টেনে বার করলেন বাকি আন্দোলনকারীরা। গুরুতর জখম অবস্থায় ওই পড়ৃুয়াকে ভর্তি করা হয়েছে হাসপাতালে!অন্য়দিকে যাদবপুরে গণ্ডগোলের পর প্রাথমিক চিকিৎসার জন্য় এসএসকেএম মেডিক্য়াল কলেজে পৌঁছন ব্রাত্য় বসু। তাঁর এক্স-রে করা হয়।
এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন , 'আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু, মৌসম বদল গেয়া হ্যায়। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে।কারণ গুন্ডামির পরিবর্তে তো আর পিঠে হাত দিয়ে ভালোবাসা দিয়ে আলোচনা হয় না।' যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর আক্রমণের অভিযোগে সোমবার রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI.
আরও পড়ুন, কেমন আছেন শিক্ষামন্ত্রী ? 'আক্রান্ত' ব্রাত্য বসুকে দেখতে এসএসএসকেএমে কুণাল-মদন
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
