Bratya Basu Health Update: কেমন আছেন শিক্ষামন্ত্রী ? 'আক্রান্ত' ব্রাত্য বসুকে দেখতে এসএসএসকেএমে কুণাল-মদন
Bratya Basu Attacked In JU: যাদবপুরে আক্রান্ত ব্রাত্য বসু, কোনওক্রমে তাঁকে টেনে বার করলেন বাকি আন্দোলনকারীরা, ভর্তি করা হয়েছে হাসপাতালে, কেমন আছেন এখন শিক্ষামন্ত্রী ?

সুকান্ত মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, বিক্ষোভ। শিক্ষামন্ত্রী গাড়িতে বসে থাকা অবস্থাতেই ভেঙে গুড়িয়ে দেওয়া হল গাড়ির কাচ। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসএসএসকেএমে চিকিৎসা করাতে গেলেন ব্রাত্য বসু। সেখানে তার সঙ্গে দেখা করলেন কুণাল ঘোষ, মদন মিত্রও।
যাদবপুরে আক্রান্ত ব্রাত্য বসু
যতকাণ্ড যাদবপুরে।শিক্ষামন্ত্রীকে হেনস্থা। গাড়ি ভাঙচুর। গাড়ির হাওয়া খুলে দেওয়া আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে এভাবেই গাড়ির নিচে পড়ে গেলেন বিক্ষোভকারী পড়ুয়া। কোনওক্রমে তাঁকে টেনে বার করলেন বাকি আন্দোলনকারীরা। গুরুতর জখম অবস্থায় ওই পড়ৃুয়াকে ভর্তি করা হয়েছে হাসপাতালে!অন্য়দিকে যাদবপুরে গণ্ডগোলের পর প্রাথমিক চিকিৎসার জন্য় এসএসকেএম মেডিক্য়াল কলেজে পৌঁছন ব্রাত্য় বসু। তাঁর এক্স-রে করা হয়।
কেমন আছেন শিক্ষামন্ত্রী ?
এসএসকেএম চিকিৎসাধীন থাকা অবস্থায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, চিকিৎসকেরা বললেন যে একটা ওই প্রেশারের ওষুধ...আমি এত বিস্তারিত বলব না, আমি বলছি আমি ঠিক আছি, সুস্থ আছি, আমি ভাল আছি। আমার অনেক অধ্যাপক-অধ্যাপিকারা আহত, আমি তাদের নিয়ে জন্য নিজের থেকেও তাদের জন্য বেশি চিন্তিত । পাল্টা তৃণমূলপন্থী অধ্য়াপক সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ তুলছেন বামপন্থী আন্দোলনকারী ছাত্ররা।
'ছাত্র-ছাত্রীদের চেয়ার ছুঁড়ে মারা হয়েছে'
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র ও পড়ুয়া বলেন, আমাদের ওপর বোতল ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। আমাদের ওপর চেয়ার ছোড়া হয়েছে। ভিতরে যারা বসেছিলেন ওখানে। ভিতরে তো ওয়েবকুপার...ভিতরে যারা অবস্থানে রয়েছেন। আমরা জানি যে এখানে তৃণমূলের বড় সংখ্যার লোকজন আজকে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। আন্দোলনকারী পড়ুয়া বলেন, ছাত্র-ছাত্রীদের চেয়ার ছুঁড়ে মারা হয়েছে, আমাদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওর (ছাত্রী) জামা ছিঁড়ে গেছে।
আরও পড়ুন, 'চরম লজ্জাজনক..' ! শিক্ষামন্ত্রীর উপর হামলায় প্রতিক্রিয়া যাদবপুরের অধ্যাপকের, আক্রান্ত ওমপ্রকাশ..
আপনারা ভুল করছেন, হাওয়া বদলে গিয়েছে, ভালোবাসা দিয়ে আলোচনা হয় না : মদন
এসএসকেএম মেডিক্য়াল কলেজে ব্রাত্য় বসুকে দেখতে পৌঁছন মদন মিত্র ও কুণাল ঘোষ। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন , 'আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু, মৌসম বদল গেয়া হ্যায়। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে।কারণ গুন্ডামির পরিবর্তে তো আর পিঠে হাত দিয়ে ভালোবাসা দিয়ে আলোচনা হয় না।' যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর আক্রমণের অভিযোগে সোমবার রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI.
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
