Governor on Howrah Situation : বিরোধী দলনেতার চিঠি পোস্ট করে ট্যুইট, কী লিখলেন রাজ্যপাল ?
Howrah Situation : দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হাওড়া
কলকাতা : অগ্নিগর্ভ হাওড়া (Howrah)। সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়ে রাজ্যপালকে মেল করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই চিঠি পোস্ট করেই ট্যুইটারে এবার রাজ্যপাল (Governor) লিখলেন, "রাত ১০টায় মুখ্যসচিবের সঙ্গে এবিষয়ে আলোচনা করব।"
WB Guv message to Chief Secretary @cs_west “Hon’ble LOP @SuvenduWB communication as also other inputs to this office seek deployment of armed/CAPF in this grim situation. We’ll have to deliberate it during our interaction today at 10 PM. In such a situation, view has to be taken” pic.twitter.com/VeVKgFPsHN
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 10, 2022">
দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হাওড়া। অগ্নিগর্ভ বিভিন্ন এলাকা। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি। পাঁচলায় তাদের পার্টি অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে বিভিন্ন জায়গায় এই অশান্তির প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়ে রাজ্যপালকে আবেদন করেছেন তিনি।
কী বলেছিলেন শুভেন্দু ?
শুভেন্দু বলেন, "এই মুহূর্তে উলুবেড়িয়ার নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত কয়েকশো গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। তাতে নিরপরাধ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে। আমি বিরোধী দলনেতা হিসাবে সকাল থেকে রাজ্যপালকে একাধিক ভিডিও, ট্যুইট করেছি। মেলেও সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়েছি রাজ্যপালকে।
এদিন হাওড়ায় অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। চেঙ্গাইলে হয় রেল অবরোধ। যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে।