Jalpaiguri News: ডাক শোনা গেলেও মেলেনি দেখা, ভালুক আতঙ্কে বন্ধ জলপাইগুড়ির চা বাগান
Jalpaiguri News Update: সোমবার দেখা গিয়েছিল ভালুকের (Bear) মতো একটা কিছু। ভালুক খুঁজতে ওড়নো হয়েছিল ড্রোন (Drone)। কিন্তু এখনও তার খোঁজ মেলেনি। বন্ধ ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভালুকের (Bear) ভয়ে মঙ্গলবার থেকে বন্ধ জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের (Tea Garden) ২০ নম্বর সেকশনের কাজ। রোজই তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। রাতে ডাক শোনা গেলেও এখনও খোঁজ পাওয়া যায়নি ভালুকের (Bear)। আতঙ্কিত বাসিন্দারা।
সোমবার (Monday) সন্ধেয় দেখা গিয়েছিল ভালুকের মতো একটা কিছু। ভালুক খুঁজতে মঙ্গলবার ওড়নো হয়েছিল ড্রোন (Drone)। কিন্তু এখনও তার খোঁজ মেলেনি। চা বাগানের (Tea Garden) শ্রমিকদের একাংশের দাবি, বুধবার রাতে শোনা গিয়েছে তার ডাক। সব মিলিয়ে এলাকায় জাঁকিয়ে বসেছে আতঙ্ক। মঙ্গলবার থেকে বন্ধ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ।
আরও পড়ুন: Howrah News: তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা
২০ নম্বর সেকশনে সোমবার সন্ধেয় ভালুক দেখার পর থেকেই আতঙ্ক। সেকশন বন্ধ একাধিক পায়ের ছাপ দেখা যাচ্ছে। বন দফতর (Forest Department) ঘিরে রেখেছে। ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের শ্রমিক শঙ্কর খড়িয়া বলেন, “সোমবার রাতের দিকে দেখতে পাই। বনকর্মীরা এসে কিছু পাইনি। খাঁচা পাতলে ভাল হয় বাগানে। গতকাল রাতে ভালুকের গলার আওয়াজ পাই। একাধিক পায়ের ছাপ পাওয়ায়। আতঙ্কে। বাগান খুলুক।’’
ডেঙ্গুয়াঝাড় চা-বাগান ম্যানেজার জীবন পাণ্ডে বলেন, “সোমবার সন্ধেয় রিপোর্ট আসে এখানে ভালুক আসছে। সকলে আতঙ্কে। শ্রমিকরা ভীত। আমাদের বাগানের টিম রাতে টহল দিচ্ছে। বন দফতরকে জানানো আছে। ড্রোন উড়িয়ে সার্চিং। পাওয়া যায়নি কিছু। ২০ নম্বর সেকশন বন্ধ। ক্ষতি।’’
গত বৃহস্পতিবার জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে (Malbazar) স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়েছিল ভালুক শাবক। আশেপাশেই মা ভালুক লুকিয়ে আছে, এই ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এবার ভালুকের আতঙ্ক ডেঙ্গুয়াঝাড় চা-বাগান এলাকায়। বন দফতর সূত্রে খবর, এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বনকর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
আরও পড়ুন: Malda Weather Forecast: আজ পৌষের শুরু, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা মালদায়?