Jalpaiguri News: নাগরাকাটায় চলন্ত গাড়ি থেকে পড়ে মৃত্যু তরুণ হাট ব্যবসায়ীর
Jalpaiguri Road Accident News: এদিন ছিল চম্পাগুড়িতে হাটের দিন। প্রতি সপ্তাহের মত এদিন অনান্য হাট ব্যবসায়ীদের সঙ্গে ওই যুবক হাট করতে এসেছিলেন। পাহাড়ি এই চড়াইয়ের রাস্তায় গাড়ি ধীর গতিতে চলছিল।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : রবিবার সকাল ১১টা নাগাদ নাগরাকাটার (Nagrakata) চম্পাগুড়িতে (Champaguri) হাট করতে এসে চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর (Death Of A Businessman)। এই মর্মান্তিক ঘটনায় (Road Accident) গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিস জানিয়েছে মৃত হাট ব্যবসায়ীর নাম আজাবুল হোসেন (১৮)। বাড়ি ধূপগুড়ির মল্লিকসভাতে। জানা গিয়েছে, এদিন ছিল চম্পাগুড়িতে হাটের দিন। প্রতি সপ্তাহের মত এদিন অনান্য হাট ব্যবসায়ীদের সঙ্গে ওই যুবক হাট করতে এসেছিলেন। পাহাড়ি এই চড়াইয়ের রাস্তায় গাড়ি ধীর গতিতে চলছিল। হঠাৎ আজাবুল বাবু গাড়ি থেকে পড়ে যান। ব্যবাসায়ীরা তাকে উদ্ধার সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা আজাবুলকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, দিন দশেক আগেই ময়নাগুড়ি হাসপাতালে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মহিলার। নিহত মহিলার নাম জরিফাফ খাতুন। জানা গিয়েছিল, মৃতা মহিলার এক আত্মীয় ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীকে দেখতে এসেছিলেন তিনি। সেই সময় হাসপাতালে আসা আর এক রোগীর পরিবারের লোকের গাড়ি ধাক্কা মারে ওই মহিলাকে। গাড়ির ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। ঘটনার পর এলাকার বাসিন্দারা গাড়ির চালককে আটকে রাখেন। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। ময়নাগুড়ি থানার পুলিশ এসে গাড়ির চালককে থানায় নিয়ে যায়ষ ঘটনায় আরো দুই জন আহত হয়েছিলেন। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় ময়নাগুড়ি হাসপাতালে। ঘটনাস্থলে এসে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও আটক করা হয়েছিল। এরপর জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়।
এদিকে, আজ কলকাতার ডোরিনা ক্রসিংয়ে মিনিবাস উল্টে আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। এর কিছু পরেই একই রুটের মিনিবাস বিপজ্জনকভাবে হেলে যাওয়ায় ডোরিনা ক্রসিংয়েই থামাল পুলিশ। মিনিবাস থেকে নামিয়ে আনা হল যাত্রীদের। এর প্রেক্ষিতে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, ফিটনেস সার্টিফিকেট না থাকলে বাস-মিনিবাস চালাতে দেওয়া হবে না। রবিবার দুপুর ২টো ১০ নাগাদ পার্ক সার্কাস থেকে হাওড়ায় যাচ্ছিল একটি মিনিবাস। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য মিনিবাসটি ভাড়া নেওয়া হয়েছিল। আচমকাই বিকট আওয়াজ করে উল্টে যায় মিনিবাস। আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়ি, চিত্কাের শুরু হয়ে যায়। ধর্মতলা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটায় ছুটে আসেন পুলিশ কর্মীরা। স্থানীয়দের সঙ্গে পুলিশ কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। বাসে জনা ৩৫ যাত্রী ছিলেন। তাঁদের অনেকেই আহত হন।