Jalpaiguri : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল পুলিশ ভ্যান, ৯ পুলিশকর্মী-সহ আহত ১০
Jalpaiguri : দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বানারাহাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়...
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান (Police Van)। আহত ৯ পুলিশকর্মী-সহ ১০ জন। বানারহাট থানা (Banarhat PS) এলাকার লক্ষ্মীপাড়া চা বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই মোড়ে পুলিশ কর্মী সহ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা একটি সাইকেল রিপেয়ারিংয়ের দোকানে ঢুকে যায় । সেই সময় দোকানে দুই ব্যক্তি ছিলেন এবং পুলিশ ভ্যানে ছিলেন ১০ জন পুলিশকর্মী। দুর্ঘটনায় নয় পুলিশকর্মী সহ মোট দশ আহত হন। আহতদের মধ্যে বাকি একজন স্থানীয় বাসিন্দা।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বানারাহাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে দুই পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাকে শিলিগুড়ির নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আহত পুলিশকর্মীরা কালিম্পং জেলার বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যানটি উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে আসা হয় ।
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, এঁরা সবাই কালিম্পং জেলার পুলিশকর্মী। মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফিরছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্প্রতি শিলিগুড়ি পুরভোটের ফলপ্রকাশের পর উত্তরবঙ্গ সফরে যান তৃণমূল সুপ্রিমো। শিলিগুড়িতে মমতার সঙ্গে দেখা করেন জয়ী কাউন্সিলররা। নব নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে দেখা করে তিনি বলেন, "মাথা নত করে মানুষের কাছে যেতে হবে। কলকাতা-রাজারহাট-নিউটাউনের মতো শিলিগুড়িকে আধুনিক করতে হবে। মানুষকে নিয়ে মানুষের পাশে থেকে এই কাজ করতে হবে। সোমবার শিলিগুড়ি পুরসভা জয়ের পর তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছিলেন শিলিগুড়ির ভাবী মেয়র হতে চলেছে গৌতম দেব।
এদিকে, উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক সহ সচিব, আধিকারিকরা ছিলেন। পরে কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গ (Uttarbanga) সফর কাটছাঁট করে ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।