Jalpaiguri: পুরভোটের রেশ কাটতেই জলপাইগুড়িতে বিজেপির নজর পঞ্চায়েত ভোটে
Jalpaiguri News: এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, 'বিগত ভোটে গোটা মন্ত্রিসভাটাই ডেইলি প্যাসেঞ্জারি করেছিল। কোনও কি লাভ হয়েছে?'

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিজেপির (BJP) লক্ষ্য, জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে (Pachayat Election) ভাল ফল করা। দলীয় নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতির বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি। 'লোকসভায় যত ভোটে জিতেছিল, পঞ্চায়েতে তত ভোটে হারবে', বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।
জলপাইগুড়িতে বিজেপি নজর এবার পঞ্চায়েত ভোটে
পুরভোটে হারের পর এবার বিজেপির পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। জলপাইগুড়িতে সংগঠন মজবুত করা বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State President)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election) জলপাইগুড়ির ৭টি আসনের মধ্যে ৪টিতে বিজেপি জয়ী হয়। তৃণমূল জেতে ৩টিতে। এবারের পুরভোটে জেলার ৩ পুরসভার ৫৭টি ওয়ার্ডের মধ্যে মাত্র ১টিতে জিতেছে বিজেপি। এই পরিস্থিতিতে রবিবার জলপাইগুড়ির জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সামনের বছরই রয়েছে পঞ্চায়েত ভোট। বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করতে বৈঠকে দলীয় কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি। জলপাইগুড়ির বিজেপির জেলা সম্পাদক তপন রায়ের কথায়, 'আলোচনার বিষয় ছিল পুরসভার হার। পুরভোটে দেদার ছাপ্পা হয়েছে। বুথ দখল হয়েছে। কিন্তু পঞ্চায়েত ভোটে দলকে আরও শক্তিশালী করতে হবে।'
বিজেপিকে কটাক্ষ ঘাসফুল শিবিরের
এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, 'বিগত ভোটে গোটা মন্ত্রিসভাটাই ডেইলি প্যাসেঞ্জারি করেছিল। কোনও কি লাভ হয়েছে? গত লোকসভা ভোটে বিজেপির সাংসদ যত ভোটে জিতেছিল এবার ঠিক তত ভোটেই হারবে।'
সব মিলিয়ে পুরভোটের রেশ কাটতে না কাটতে এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির।
আরও পড়ুন: Malda: মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় আরও ১ অভিযুক্তের আত্মসমর্পণ






















