TMC Leader Dance Controversy : ক্রিকেটে দল জেতায় আনন্দে কোমর দোলালেন তৃণমূল নেতা ! তুঙ্গে রাজনৈতিক তরজা
North 24 parganas news : কটাক্ষ বিজেপির, 'নিজস্ব ব্যাপার' বলে এড়াচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব।
সমীরণ পাল, মোহনপুর (উত্তর ২৪ পরগনা) : ক্রিকেট টুর্নামেন্টে (Cricket Tournament) নিজের বুথের টিম জয়ী হওয়ায় মহিলা ও তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদেরকে নিয়ে প্রকাশ্যে উদ্দাম নাচ করতে দেখা গেল মোহনপুর অঞ্চলের তৃণমূল সভাপতিকে! ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। জয়ের আনন্দে নাচ, দাবি তৃণমূল নেতার (TMC Leader)। কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
ঠিক কী ঘটেছে?
তারস্বরে বাজছে গান, আর সেই গানের তালে চলছে উদ্দাম নাচ। কোমর দোলাচ্ছেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি। ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও (Viral Video)। জানা গিয়েছে, উপলক্ষ্য ক্রিকেট টুর্নামেন্টে জয়। আর সেই জয় উদ্যাপন করতে মহিলা ও তৃণমূল কর্মী-সমর্থকদেরকে নিয়ে প্রকাশ্যে নাচতে দেখা গেল উত্তর ২৪ পরগনার মোহনপুর অঞ্চলের তৃণমূল সভাপতি তপন রায়কে। তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, মিনাখাঁ বিধানসভার মোহনপুর অঞ্চলে এমএলএ কাপে তাঁর বুথের টিম জয়ী হওয়ার আনন্দে নেচেছেন তিনি। মোহনপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি তপন রায় বলেছেন, 'আমার বুথের টিম জিতেছে। তাই নেচেছি। মানুষকে নিয়ে আনন্দ করেছি। বিজেপি কি বলল যায় আসে না। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। '
তুঙ্গে রাজনৈতিক তরজা
ভাইরাল ভিডিওটি ঘিরে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। বিজেপির কটাক্ষ, উন্নয়ন জানে না তৃণমূল। কর্মী ও সাধারণ মানুষকে খেলা-নাচের মধ্যে দিয়ে মাতিয়ে রাখতে চাইছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেছেন, 'তৃণমূল উন্নয়ন বলে কিছু জানে না। কর্মী ও সাধারণ মানুষকে খেলা আর নাচের মধ্যে মাতিয়ে রাখতে চাইছে। একজন জনপ্রতিনিধি এভাবে প্রকাশ্যে খোলা মাঠে উদ্দাম নৃত্য করতে পারেন না।' জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য এবিষয়ে কৌশলে জবাব এড়িয়েছে। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কে কী করবে, তাঁর নিজের ব্যাপার।'
সবমিলিয়ে, তৃণমূল নেতার নাচ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন- পেট্রাপোল সীমান্তে উড়ল ড্রোন, দুই যুবকের দাবিতে কড়া পদক্ষেপ পুরসভার