Jamaisasthi Special: ঐতিহাসিক নগরে জামাই এলো ঘোড়ার গাড়ি চড়ে
Bankura News: মল্লগড়ের মাটি ইতিহাসের মাটি। সেই মল্লগড়ের মাটিতেই জামাইষষ্ঠীতে জামাই বরণে এক টুকরো ইতিহাসের স্বাদ খুঁজে পাওয়া গেল।
তুহিন অধিকারী, বাঁকুড়া: অভিনব জামাইষষ্ঠীর সাক্ষী থাকল মল্লগড় বিষ্ণুপুর। ঐতিহাসিক নগরে জামাই এলো ঘোড়ার গাড়ি চড়ে।
অভিনব কায়দায় জামাইষষ্ঠী-
মল্লগড়ের মাটি ইতিহাসের মাটি। সেই মল্লগড়ের মাটিতেই জামাইষষ্ঠীতে জামাই বরণে এক টুকরো ইতিহাসের স্বাদ খুঁজে পাওয়া গেল। জামাইকে আপ্যায়নের মধ্যে ইতিহাসের নগরে ছরা পড়ল সেই অভিনব ছবি। বিষ্ণুপুরের গড়দরজার রাহা বাড়িতে জামাই এলেন ঘোড়ার গাড়িতে চড়ে। শুধুমাত্র জামাইকে নিয়ে আসাতেই অভিনবত্ব নয়, রাজকীয়ভাবে জামাইকে বরণ করে নেওয়ার পর্ব চলল বিষ্ণুপুরের রাহা বাড়িতে।
আরও পড়ুন - Jamai Sasthi Special: 'লোভে পড়ে এ আমি কী করলাম ঠাকুর'! জামাইষষ্ঠীতে কেন এমন বললেন অনীক?
নদিয়ায় জামাইষষ্ঠী পালনের আগেই মৃত্যু হল এক মহিলার-
জামাইষষ্ঠী (Jamaisasthi) বলে কথা। মেয়ে ও জামাই আসবে বলে ঘরজুড়ে ছিল সাজসাজ রব। সকাল হতেই স্বামী বেরিয়ে পড়েছিলেন বাজার করতে। বেলা ১০টা নাগাদ টেবিল ফ্যান চালিয়ে ঘর পরিষ্কার করছিলেন অষ্টমীদেবী। সেই সময় টেবিল ফ্যানটি অসাবধানতাবশত তাঁর গায়ে পড়ে যায়। কিছুটা সময় পর স্বামী বাড়িতে এসে দেখেন, অষ্টমীদেবীর গায়ের উপরে টেবিল ফ্যানটি বিদ্যুৎ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন। এরপর ওই মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই মহিলার হাতে বেশ কিছুটা অংশে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ার কারণে ঝলসে যাওয়ার চিহ্ন দেখা যায়। জামাইষষ্ঠীর সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। এলাকায় নেমে আসে শোকের ছায়া। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। আনন্দের সকালে শোকের পরিবেশ ! করা হল না জামাই আপ্যায়ন। তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। নদিয়ার (Nadia) শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা নতুন পাড়া এলাকার ঘটনা। মৃতের নাম অষ্টমী মজুমদার (৫৩)। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।