Jammu & Kashmir : জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে ক্ষতবিক্ষত এক বাঙালি
Jammu & Kashmir News : বিগত কয়েক মাস ধরেই উপত্যকায় ধারাবাহিক ভাবে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে।
নয়াদিল্লি : কাশ্মীরে (Jammu And Kashmir) ফের আক্রান্ত বাংলার শ্রমিক। তাঁর ওপর হামলা চালায় জম্মু কাশ্মীরের পুলওয়ামার জঙ্গিরা। গুলিতে আহত হলেন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা।
বাঙালি যুবক আহত
সূত্রের খবর, দিঘলগাঁওয়ের বাসিন্দা মনিরুল ইসলাম কাজের সূত্রেই সম্ভবত কাশ্মীরে গিয়েছিলেন । পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পুলওয়ামার উগেরগুন্দ এলাকায় জঙ্গিরা গুলি (Terrorist Attack) করে মনিরুলকে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, আহত যুবকের অবস্থা এখন স্থিতিশীল।
অগাস্টেও ঘটে এমন ঘটনা
গতমাসে এই পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ভিন রাজ্যের এক শ্রমিক। অগাস্টের ৪ তারিখ, জঙ্গি হামলায় রক্ত ঝরে জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) । রোজগারের আশায় সেখানে গিয়ে প্রাণ হারান এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker)। জঙ্গিদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। এই হামলায় আরও দু’জন গুরুতর আহত হন। কাশ্মীরের বিশেষ মর্যাদা সংরক্ষণের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের তিন বছর পূর্তির আগেই ঘটে এই ঘটনা। ওই শ্রমিক ছিলেন বিহারের বাসিন্দা।
একের পর এক নাশকতা
বিগত কয়েক মাস ধরেই উপত্যকায় ধারাবাহিক ভাবে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। রীতিমতো পরিকল্পনা করে হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে তদন্তে জানায় পুলিশও। এই ঘটনায় তাই স্বাভাবিক ভাবেই অস্থিরতা বেড়েছে। স্বাধীনতা দিবসের ঠিক পরপরই জম্মু কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গি হামলা হয়। একজনকে গুলি করে খুন করে জঙ্গিরা। আরেকজন গুরুতর জখম হন । শোপিয়ানের ছোটিগামে আপেল বাগানের মধ্যে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুনীল কুমারের।
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ওই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। চলছে তল্লাশি অভিযান । জঙ্গিদের খোঁজে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা । যদিও এখনও পর্যন্ত জঙ্গিরা ধরা পড়েছে, এমন খবর মেলেনি।
J&K | Terrorists fired upon labour named Muneerul Islam, from West Bengal, in Pulwama. He has been shifted to district hospital where his condition is stable. Area has been cordoned off. Further details shall follow: J&K Police
— ANI (@ANI) September 2, 2022