Jessore Road: গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন, আতঙ্ক যশোর রোডে
West Bengal Fire: শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার।
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: যশোর রোডে (Jessore Road Fire) গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন। ২৯ নম্বর যশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। আশেপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।
ফের অগ্নিকাণ্ড: শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গার্স্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে আইসক্রিমের কারখানায় আগুন লেগে যায়। বৃষ্টির মধ্যেই দাউদাউ করে ছড়াতে থাকে আগুন। পাশে একটি ওষুধের গোডাউন ও গেঞ্জির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আশেপাশে একাধিক কারখানা, বসতি এলাকা রয়েছে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, দমকল দেরি করে আসাতেই বিপত্তি বাড়ে। যদিও দমকল সূত্রে দাবি, ভোর ৩.৪০ নাগাদ আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ইঞ্জিন।
একের পর এক অগ্নিকাণ্ড: গত একমাসে শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১ জুন পার্কস্ট্রিটে ভস্মীভূত হয়ে যায় বন্ধ রেস্তোরাঁ। ১৪ জুন আগুন লাগে অভিজাত অ্যাক্রোপলিস মলে। কয়েকদিনের মধ্যেই ২২ জুন গার্স্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুন ঘিরে আতঙ্ক ছড়ায়। চলতি মাসে ২ জুলাই ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েলের কারখানায় আগুন লাগে। তার ৫ দিনের মাথায় ৭ জুলাই আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। এবার নাগেরবাজারের কাছে যশোর রোডে গেঞ্জির কারখানায় অগ্নিকাণ্ড।
এর আগে গত ১৩ এপ্রিল দমদমের ছাতাকলে মেলার মাঠের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন (Dum Dum Fire) লাগে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ওই এলাকা দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল মেলার মাঠ এলাকায়। অগ্নিকাণ্ডের ফলে বস্তির সিংহ অংশ কার্যত ভস্মীভূত হয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jayanta Singh Update: দুধসাদা অট্টালিকা, বাড়ির সামনে গাড়ি-বাইক, আড়িয়াদহর জয়ন্তর আয়ের উৎস কী?