Jhargham News: ঘুমন্ত অবস্থায় গুলি করে বাবা-মাকে খুন, তারপরে আত্মহত্যার চেষ্টা পুলিশের সাব ইন্সপেক্টরের! কী লেখা ছিল সুইসাইড নোটে?
West Bengal News: ঝাড়গ্রামে ঘটে গেল হাড়হিম করা ঘটনা । ঘুমন্ত অবস্থায় বাবা-মাকে গুলি করার পর নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্য়ার চেষ্টার অভিযোগ উঠল SI-এর বিরুদ্ধে

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: কথায় বলে, মা বাবাই সন্তানের একমাত্র নিরাপদ আশ্রয়। বাবা মায়ের কাছেই বোধহয় সবচেয়ে নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু সেই বাবা মা-কেই নিজের হাতে গুলি করে খুন করা যায় কি? এত সহজ?
ঝাড়গ্রামে ঘটে গেল হাড়হিম করা ঘটনা । ঘুমন্ত অবস্থায় বাবা-মাকে গুলি করার পর নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্য়ার চেষ্টার অভিযোগ উঠল SI-এর বিরুদ্ধে । ঘটনায় ঘর থেকে উদ্ধার হয়েছে একটি নোট । পুলিশের অনুমান, সেটি অভিযুক্তেরই লেখা । কিন্তু ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল? উত্তর খুঁজতে তদন্ত করছে পুলিশ । নিজের সার্ভিস রিভলভার থেকে ঘুমন্ত বাবা-মাকে গুলি । আর তারপর নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্য়ার চেষ্টা । এমনই ভয়াবহ কাণ্ড ঘটালেন এক সাব ইন্সপেক্টর । ঘটনাস্থল ঝাড়গ্রামের রঘুনাথপুর ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জয়দীপ চট্টোপাধ্য়ায় জঙ্গলমহল ব্যাটালিয়নের ঝাড়গ্রাম ইউনিটের দায়িত্বে ছিলেন । আসানসোলের বাসিন্দা জয়দীপ কর্মসূত্রে ঝাড়গ্রামে ভাড়া থাকতেন । সঙ্গে থাকতেন তাঁরা বাবা দেবব্রত চট্টোপাধ্য়ায় এবং মা শম্পা চট্টোপাধ্য়ায় । প্রতিবেশীদের একাংশের দাবি, বৃহস্পতিবার ভোরে ঘরের ভিতর থেকে গুলি চলার মতো শব্দ পান তাঁরা । এরপর খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় । পুলিশ সূত্রে দাবি, ঘরে ঢুকে তাঁরা দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধ স্বামী-স্ত্রী । মাটিতে পড়ে রয়েছেন জয়দীপ ।
অভিযুক্তের এক প্রতিবেশী বলছেন, 'ঘুম থেকে উঠে দেখি পুলিশ । ভাড়া থাকত । ওরা কারও সঙ্গে মিশত না । আমরা তো কিছুই বুঝতে পারছি না । আমরা কোনওদিন ভাল করে দেখিনি ।' আরেক প্রতিবেশী বলছেন, 'আমরা তো বুঝতেই পারছি না । সকালে উঠে শুনি এই অবস্থা.... পরিবার নিয়ে যদি কিছু বলে সেটা' । পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছেন তাঁরা । পুলিশের অনুমান, এটি জয়দীপের লেখা । সেখানে পরিবারের সদস্য়দের অসুস্থতার কথা লেখা রয়েছে । তবে কারও বিরুদ্ধে কোনও অভিযোগের উল্লেখ নেই । উদ্ধার করা হয়েছে চারটি কার্তুজ ও সার্ভিস রিভলভারটি ।
প্রশ্ন উঠছে, তবে কি শুধুমাত্র পারিবারিক অসুস্থতার কারণে এমন ঘটনা ঘটালেন ওই সাব ইন্সপেক্টর? নাকি এর নেপথ্য়ে রয়েছে আরও বড় কোনও কারণ? সব দিক খতিয়ে দেখছে পুলিশ ।
আহত জয়দীপ চট্টোপাধ্য়ায়কে ঝাড়গ্রাম হাসপাতাল থেকে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে ।






















