Jhargram News: প্রতিবাদ-বিতর্কের মুখে দেশি মদের নাম ‘ঝুমুর’ বাদ দেওয়ার সিদ্ধান্ত
Jhargram News Update:দেশি মদের (Local Liquor) নাম ‘ঝুমুর’। রাজ্যের জঙ্গলমহলের (Jangalmahal) বাসিন্দা কুড়মি সমাজের প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত দেশি মদের নাম ‘ঝুমুর’ বাদ দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: কুড়মি সমাজের প্রতিবাদ ও বিতর্কের মুখে পড়ে দেশি মদের নাম ঝুমুর (Jhumur) বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের আবগারি দফতর (State Excise Department)। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঝাড়গ্রামের কুড়মি সমাজ। খুশি ঝুমুর শিল্পীরাও।
দেশি মদের (Local Liquor) নাম ‘ঝুমুর’। আর তা নিয়েই তীব্র বিতর্ক। রাজ্যের জঙ্গলমহলের (Jangalmahal) বাসিন্দা কুড়মি সমাজের প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত দেশি মদের নাম ‘ঝুমুর’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর। সংশ্লিষ্ট দফতরের তরফে নির্দেশিকা দিয়ে সেকথা ঘোষণাও করা হয়েছে।
সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কুড়মি সমাজের প্রতিনিধি ও ঝুমুর শিল্পীরা। ঝাড়গ্রামের কুড়মি সমাজের নেতা অশোক মাহাতো বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছিলাম। বিধায়কও ফোন করেছিলেন। তিনি জানান লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলাম। বাতিল হওয়ায় বিজয় মিছিল করেছি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ঝুমুরশিল্পী ইন্দ্রাণী মাহাতো ঝুমুর আমাদের সংস্কৃতি। ঝুমুরের নামে মদের নামকরণ হওয়ায় আঘাত পেয়েছিলাম। জানিয়েছিলাম এলাকার বিধায়ককে। শেষ পর্যন্ত রাজ্য সরকার বাতিল করেছে।
সম্প্রতি আবগারি দফতরের ওয়েবসাইটে কম দামের বিভিন্ন দেশি মদের ব্র্যান্ডের উল্লেখ করা হয়। তার মধ্যে একটির নাম ছিল ঝুমুর। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। কারণ বাংলার লোকসংস্কৃতিতে ঝুমুর নাচ এবং গান বরাবরই আলাদা গুরুত্ব পেয়েছে। কুড়মি সম্প্রদায়ভুক্ত মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে ঝুমুর সংস্কৃতি।
ঝুমুর মদ বিতর্কে ট্যুইটে রাজ্য সরকারের বিঁধেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, “মদের ‘ঝুমুর’ নামকরণ থেকেই বোঝা যায়, পশ্চিমবঙ্গ সরকার দেশি মদের বাজার ধরতে এতই ব্যস্ত যে তারা জঙ্গলমহলের মানুষের অনুভূতিকে অবজ্ঞা করছে। সংস্কৃতিতে ঝুমুর একটা বড় জায়গা জুড়ে রয়েছে এবং তা জঙ্গলমহলের ঐতিহ্য। এগিয়ে বাংলা কি এবিষয়ে অবহিত নয়? নাকি রাজস্বের স্বার্থে তারা মানুষের অনুভূতিকে ধর্তব্যের মধ্যেই আনছেন না? ’’
গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বলেন, “আমার কাছে ঝুমুর শিল্পী থেকে কুড়মি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ক্ষোভ প্রকাশ করেন। এই খবর পাওয়ার পরই আমাদের সরকার ঝুমুর নামের মদের লাইসেন্স বাতিল করেছে।’’ শেষমেশ দেশি মদের নাম ঝুমুর বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
আরও পড়ুন: Bankura News: বাঁকুড়ায় লোকালয়ে দাপাচ্ছে হাতি, বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের