Jiban Krishna Saha: যোগ্য়দের থেকেও লক্ষ লক্ষ টাকা আদায়, ফেরত চাইলে চাকরি কেড়ে নেওয়ারও হুমকি জীবনকৃষ্ণর
Recruitment Scam: চাকরির নাম করে, বারো লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ। টাকা ফেরত চাইলে হুমকি দেন তিনি। এমনটাই সূত্রের দাবি।
প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: চাকরি পাইয়ে দিতে, অযোগ্য়দের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল আগেই! কিন্তু, যাঁরা নিজের যোগ্য়তায় চাকরি পেয়েছেন, তাঁদের থেকেও ছলে বলে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)! সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। এমন কয়েকজন প্রার্থীর পরিবারের কাছেই পৌঁছে ছিল এবিপি আনন্দ। এই পরিবারগুলির দাবি, পরে টাকা ফেরত চাইলে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক।
এতদিন অভিযোগ ছিল, অযোগ্য় প্রার্থীদের চাকরি বিক্রি করে পকেট ভরিয়েছেন প্রভাবশালীরা! কিন্তু, এবার সিবিআই তদন্তে সামনে এসেছে তোলাবাজির নতুন কৌশল। সিবিআই (CBI) সূত্রে দাবি, ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে দেখা গেছে, শুধু অযোগ্য় নয়,যাঁরা নিজের যোগ্য়তায় চাকরি পেয়েছিলেন, তাদের থেকেও চাকরি করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন এই তৃণমূল বিধায়ক!
পরে প্রার্থীরা টাকা ফেরত চাইলে, চাকরি খাওয়ার হুমকি দেন তিনি। সিবিআই সূত্রে দাবি, জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে নবীন মণ্ডল নামে এক প্রার্থীর নথি উদ্ধার হয়। যিনি ২০১৬ সালে পরীক্ষা দিয়ে নিজের যোগ্য়তাতেই সকুলে চাকরি পেয়েছিলেন। তাঁর OMR-এ কোনও কারচুপি করা হয়নি। SSC-র প্রকাশ করা অযোগ্য় চাকরিপ্রার্থীর (SSC Job seeker ) তালিকাতেও তাঁর নাম ছিল না।
কিন্তু, মেধাতালিকা বেরনোর আগে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে ১ লক্ষ টাকা নেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (SSC Job seeker )। পরে আরও ১২ লক্ষ টাকা না দিলে চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ।
সিবিআই সূত্রে দাবি, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে রাণা মণ্ডল নামে এক চাকরিপ্রার্থীর নথিও মেলে। তিনিও ২০১৬ সালে SSC দিয়ে, যোগ্য় প্রার্থী হিসেবেই চাকরি পেয়েছিলেন। কিন্তু, চাকরি দেওয়ার নাম করে তাঁর থেকেও ৮ লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ!
একই ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরের এক চাকরিপ্রার্থীর সঙ্গে। নিজের যোগ্য়তায় চাকরি পেয়েও, কষ্ট করে জমানো লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছে এই প্রার্থীদের! যা আজও ফেরত মেলেনি। আগামী দিনে কি সেই টাকা ফেরত মিলবে?