Jitendra Tiwari Update: 'বাংলায় জিততে চাইলে মানুষের মনজয় করা দরকার', ইঙ্গিতপূর্ণ টুইট জিতেন্দ্রর
West Bengal BJP: উপনির্বাচনে আসানসোলে ধরাশায়ী হয়েছে বিজেপি। তাতে জিতেন্দ্রর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
কলকাতা: সদ্য বাংলায় সফর সেরে ফিরে গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। তাঁর আগমনে বিজেপি-র মরা গাঙে জোয়ার আসবে বলে ভেবেছিলেন অনেকেই। দলের অভ্যন্তরে অসন্তোষ এবং অশান্তি লাগাতার বেড়েই চলেছে। সেই তালিকায় নবতম সংযোজন আসানসোলের বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বাংলা জয় করতে হলে আগে বাংলার মানুষের মন জয় করর উপর জোর দিলেন তিনি। সরাসরি যদিও কারও নাম মুখে আনেনি জিতেন্দ্র। তবে সদ্য দিল্লি ফিরে যাওয়া জিতেন্দ্র এবং রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করেই তিনি এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
শাহ ফিরে যাওয়ার ইঙ্গিতপূর্ণ টুইট জিতেন্দ্রর
উপনির্বাচনে আসানসোলে ধরাশায়ী হয়েছে বিজেপি। তাতে জিতেন্দ্রর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই আবহেই সম্প্রতি দু'দিনের বাংলা সফরে আসেন শাহ। তাতে সুকান্ত মজুমদার, অমিত শাহ, স্বপন দাশগুপ্ত-সহ বিজেপি-র ছোট-বড় নেতা শাহ সমীপে হাজির হলেও, জিতেন্দ্রকে দেখা যায়নি কোথাও। তার মধ্য়েই রবিবার নেটমাধ্যমে বেসুরো হতে দেখা গিয়েছে জিতেন্দ্রকে। এ দিন টুইটারে তিনি লেখেন, 'বাংলা জিততে চান? আগে বাংলার মানুষের মন জয় করতে হবে আমাদের।'
ঠিক কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি, এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়েও তা নিয়ে মন্তব্য করতে গিয়ে জিতেন্দ্র বলেন, "এতে বিতর্কের কিছু নেই। এটা কোনও রকেট সায়েন্স নয়। আমরা বাংলা জয় করতে চাইছি। সে ক্ষেত্রে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষকে মর্যাদা দিতে হবে। তাই শুধু বলেছি, চলুন সবার মন জয় করি। শুধু বাংলা নয়, যে কোনও রাজ্যের ক্ষেত্রেই তা প্রযোজ্য। আমি নিজেও তো পারিনি! মন জয় করতে পারলে পরাজিত হতাম না। মানুষের আমাদের কাছে কী প্রত্যাশা, তা দেখতে হবে।"
Want to win Bengal?
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) May 8, 2022
Let us win the hearts of the people of Bengal!!
আরও পড়ুন: Kunal Ghosh on Salim: 'ওঁদের এই কুরুচিকর সংস্কৃতিটা বংশগত', সেলিমকে পাল্টা কুণাল | Bangla News
জিতেন্দ্র যদিও সরাসরি মানুষের মনজয়ের ব্যর্থতার কথা স্বীকার করেছেন, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) তাঁর মন্তব্যকে বিজেপি-র ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ। তাঁর বক্তব্য, "আমার মনে হয় না জিতেন্দ্র বিজেপি-কে কোনও ইঙ্গিত দিয়েছেন। কারণ টুইটে কোনও বিজেপি নেতাকেই ট্যাগ করেননি তিনি। বরং মাননীয়া মুখ্যমন্ত্রীকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ আপনি যে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন, বেশিদিন তা চলতে পারে না।"
জিতেন্দ্রকে নিয়েও অসন্তোষ বিজেপি-তে
তবে অগ্নিমিত্রা জিতেন্দ্রর মন্তব্যকে তৃণমূল বিরোধী বলে প্রমাণ করতে চাইলেও, আসানসোলে ব্যর্থতার কথা তুলে ধরে জিতেন্দ্র যে বিজেপি-কেই বার্তা দিতে চেয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত রাজ্য বিজেপি। আবার আসানসোলে কারণ আসানসোলে জিতেন্দ্রকে নিয়ে বিজেপি-র অন্দরে কম অসন্তোষ নেই। পুরসভা এবং উপনির্বাচনে দলের পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়ার বদলে জিতেন্দ্র নিজের ঘনিষ্ঠদের অগ্রাধিকার দিয়েছেন বলে প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে মুখ খোলেন স্থানীয় বিজেপি-র একাংশ।