TET: ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগের ইন্টারভিউতে, পর্ষদের অফিসেই চাকরিপ্রার্থী-মিডলম্যান গ্রেফতার
Primary Education Board: 'রোল নম্বর-সহ সবকিছু জালিয়াতি করে কল লেটার তৈরি করা হয়েছিল', পর্ষদের কর্মীদের সন্দেহ হওয়ায় জালিয়াতি পাকড়াও, জানাল পর্ষদ।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগের ইন্টারভিউতে এসে গ্রেফতার ২। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই চাকরিপ্রার্থী-মিডলম্যান গ্রেফতার। ভুয়ো কললেটার নিয়ে পর্ষদে হাজির দক্ষিণ দিনাজপুরের যুবক। নিজেকে স্কুল শিক্ষক বলে দাবি অভিযুক্ত মিডলম্যানের।
'রোল নম্বর-সহ সবকিছু জালিয়াতি করে কল লেটার তৈরি করা হয়েছিল', পর্ষদের কর্মীদের সন্দেহ হওয়ায় জালিয়াতি পাকড়াও, জানাল পর্ষদ।
নিয়োগ দুর্নীতির মধ্যে এবার প্রতারণা চক্র? ভুয়ো কললেটার নিয়ে আসার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই পাকড়াও হলেন এক চাকরিপ্রার্থী-সহ ৩ জন। এদের মধ্যে একজন অভিযুক্তের আত্মীয় ও তৃতীয় ব্যক্তি মধ্যস্থতাকারী বলে পর্ষদ সূত্রে খবর মিলেছে। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
আরও পড়ুন, মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে সপাটে চড়, দিদির দূত কর্মসূচিতে ধুন্ধুমার
প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ, ভুয়ো কললেটার নিয়ে হাজির হন একাধিক চাকরিপ্রার্থী। এদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের এক চাকরিপ্রার্থীকে আটক করা হয়।
অন্যদিকে, ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টে মামলা ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত। ২০১৪ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
তারই প্রেক্ষিতে, রাজ্য সরকারের তরফে বলা হয়, নিয়োগের ৮ বছর পর এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগেই হাইকোর্ট এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করেছিল। এই আবেদনটিও খারিজের আবেদন জানায় তারা। কিন্তু রাজ্য়ের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।