Junior Doctors Protest: ৫ দফা দাবিতে অনড়, এবার মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের
R G Kar News: এবার ৫ দফা দাবি নিয়ে মহামিছিলের ডাক, জুনিয়র ডাক্তারদের
কলকাতা: গভীর রাতে কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। আজ বিকেল ৪ সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত ৫ দফা দাবি নিয়ে এবার মিছিলের ডাক দেলেন তারা।
এবার মহামিছিলের ডাক: ভিডিওগ্রাফি টানাপোড়েনে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পর, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে রাতভর বিক্ষোভে শামিল হন জুনিয়র চিকিৎসকরা। রাস্তার ওপর বসে কেউ গান গেয়ে, কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ষষ্ঠ দিনে মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশে বিকেল ৪টেয় শুরু হবে মিছিল। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ-মিছিলে পা মেলাবেন সিনিয়র চিকিৎসকরাও। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, বিকেল ৪ সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত ৫ দফা দাবিকে আরও দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করতে রাজপথে মহামিছিলের আহ্বান জানাচ্ছি। সমাজের সব স্তরের মানুষদের এই মহামিছিলে আহ্বান জানাচ্ছি।''
মঙ্গলবার দুপুর থেকে রবিবার সকাল, ৬ দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের ধর্না-অবস্থান। অচলাবস্থা কাটবে কবে? তার উত্তর নেই কারও কাছেই। অন্যদিকে, নবান্নের পর কালীঘাট। গতকাল ফের ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক। আন্দোলনকারীরা দাবি করেন, দু' তরফে ভিডিওগ্রাফি ও সেটি হস্তান্তরের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩ ঘণ্টা হয়ে গেছে। আজ আর হবে না। এ নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে ফিরে গতকাল ক্ষোভ উগরে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বৈঠক ভেস্তে যাওয়ায় পর জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পরপর তিনদিন সরকার ও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অত্যন্ত হতাশ। আমাদের মনে হয় এর পেছনের কারণ হল আলোচনার সুস্থ পরিবেশের একান্ত অভাব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।