Abhijit Gangopadhyay : 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে' কুন্তলকাণ্ডে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Justice Abhijit Ganguly On Kuntal Ghosh : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?'
সৌভিক মজুমদার, কলকাতা : কুন্তল ঘোষের বাড়ি থেকে এবার ওএমআর শিট বাজেয়াপ্ত করল ইডি ! তার মধ্যে ৩০টি আবার রয়েছে ২০২২ সালের ওএমআর শিটও ! এদিকে কুন্তলকাণ্ডে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ! ক্রুদ্ধ বিচারপতি বললেন, 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে' ।
কুন্তলের বাড়ি থেকে পাওয়া OMR Sheet গুলির মধ্যে যেমন ২০২২ এর শিটও আছে, তেমনই বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করেছে ইডি ( ED ) । সূত্রের খবর, কুন্তল জেরার মুখে দাবি করেন 'আরটিআই-এর মাধ্যমে পেয়েছেন ওএমআর শিটগুলি'। ইডি সূত্রে এমনটাই দাবি। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল ঘোষ। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল ।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশিতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay ) । তিনি মন্তব্য করেন, 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?'
আরও পড়ুন :
'ওদেরও তো জ্যাকেট নেই, খাবারও নেই হয়ত', যাত্রা শেষে তুষারস্নাত রাহুল, ভাসলেন আবেগে
পর্ষদের আইনজীবী আদালতে জানান, 'কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে ১৮৯টি ওএমআর শিট'। এতে বিচারপতি প্রশ্ন তোলেন, 'কারা বসে রয়েছে পর্ষদে ? কি করে হয় দুর্নীতি?'। বিচারপতির উষ্মা, 'কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে'। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়' । মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কুন্তল ঘোষের নানা দাবি ও অভিযোগ খতিয়ে দেখছে ইডি। চাকরি দেওয়ার নামে কারা কারা টাকা তুলেছেন? এই প্রশ্নের উত্তরে প্রায়ই নতুন নতুন নাম নিচ্ছেন হুগলির ধৃত যুব তৃণমূল নেতা, যা ধন্দে ফেলছে ইডি-র গোয়েন্দাদের।
সূত্রের খবর, বিভিন্ন সময় কুন্তলের বিভিন্ন রকম বয়ান তদন্তকারীদের সামনে ধোঁয়াশা তৈরি করছে। এবার ধোঁয়াশা তৈরি হল যুবনেতার শারীরিক অবস্থা নিয়ে! নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেমন আছেন? তাঁর শারীরিক অবস্থা কী রকম? আর এই সংশয়ের নেপথ্যে রয়েছে রুটিনে ব্যতিক্রম। নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি, নিউটাউনের ফ্ল্যাট থেকে কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই রয়েছেন শাসকদলের যুব নেতা। আদালতের নির্দেশ, ইডি হেফাজতে থাকা কুন্তলের ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেইমতো প্রতিবার বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি।