Justice Abhijit Gangopadhyay : 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও' মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Calcutta High Court : বিচারপতি জুড়লেন, 'আমার এজলাসে যে মামলা ৬ মাসে হচ্ছিল, সেটা অন্য কোথাও ৭ বছর লাগলে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট নিয়ে বলার কিছু নেই, শুধু বলব সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।'
কলকাতা : মুখে নির্লিপ্তির বার্তা, কিন্তু কথার মাঝে বারবার ঝরে ঝরে পড়ল হতাশা। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এজলাস বদল নিয়ে সারাদিন ধরে চলতে থাকা ঘটনার ঘনঘটার শেষে শেষমেশ মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মহামান্য বিচারপতি আদালত চত্বরে বক্তব্য শেষ করলেন 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও' জানিয়ে।
ঠিক ক'টি মামলা থেকে সরে গেল তা নিয়ে জারি রয়েছে ধোঁয়াশা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে অবশ্য আশঙ্কা প্রকাশ করছেন নিয়োগ দুর্নীতির সব মামলাই হয়তো সরে যাবে তাঁর এজলাস থেকে। বিচারপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে যেখানে বললেন, 'আমার এজলাস থেকে মামলা সরে গেলেও তা থাকছে তো হাইকোর্টেরই কোনও বিচারপতির কাছে।' যদিও দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে যে প্রবল হতাশ তিনি সেটা বুঝিয়েই বিচারপতি জুড়লেন, 'আমার এজলাসে যে মামলা ৬ মাসে হচ্ছিল, সেটা অন্য কোথাও ৬০ বছর লাগলে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট নিয়ে বলার কিছু নেই, শুধু বলব সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।'
অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি শুরুতে বলেছিলেন, 'আমার মন খারাপ করছে না। ব্যক্তিগত কোনও উদ্দেশ্যে তো শুরু করিনি, তাই মামলা আমার কাছে রইল না অন্য কারোর কাছে গেল, তা নিয়ে তেমন কোনও মাথাব্যথা নেই। আর মামলাগুলো তো শেষ হয়ে যায়নি।' যদিও গোটা বিষয়ের মাঝে বিচারপতির সাফ কথা, 'বিচারপতি থাকি বা ভবিষ্যতে অন্য কোনও ভূমিকায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখব। পদত্যাগ করছি না, কারণ পালিয়ে যাওয়ার লোক আমি নই। '
আরও পড়ুন- ‘সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল!’ নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলে খোঁচা দেবাংশুর
সন্ধের দিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২টি মামলা সরানোর কথা বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে। বাকি নিয়োগ দুর্নীতি মামলাগুলি রয়েছে তাঁর এজলাসে। যদিও সেগুলোও থাকবে না বলেই আশঙ্কা তাঁর। পাশাপাশি কুণাল ঘোষের ভাবনা মিলে যাওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'ব্যাপারটা নিয়ে বেশ আশ্চর্যই হয়েছি। বা বলতে পারেন একেবারেই আশ্চর্য হইনি।'
আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?