এক্সপ্লোর
Advertisement
Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?
Summer Skin Care Tips: গরমের মরসুমে আমাদের ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। এইসব সমস্যার অনেকগুলোই দূর হয় অ্যালোভেরা জেলের মাধ্যমে।
Aloe Vera: ত্বকের জন্য সব মরসুমেই উপকারি উপাদান হল অ্যালোভেরা (Aloe Vera Benefits)। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেখান থেকেই আপনি একদম টাটকা অ্যালোভেরা জেল (ALoe Vera Gel) পেয়ে যাবেন। তবে গাছ না থাকলেও অসুবিধা নেই। আজকাল অ্যালোভেরা জেল দোকানে কিনতে পাওয়া যায়। অতএব সহজেই পেয়ে যাবেন আপনি। গরমের মরসুমে আমাদের ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। এইসব সমস্যার অনেকগুলোই দূর হয় অ্যালোভেরা জেলের মাধ্যমে।
গরমের মরসুমে ত্বকের কোন কোন সমস্যা দূর করতে পারে অ্যালোভেরা জেল
- ত্বক হাইড্রেটেড রাখে- ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তাই এই জেল দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। ত্বক হাইড্রেটেড না থাকলে দেখতে ভাল লাগে না একেবারেই। আর গরমের দিনে আবহাওয়া রুক্ষ শুষ্ক থাকায় ত্বক হাইড্রেটেড বা ময়শ্চারাইজড রাখার জন্য প্রয়োজন অ্যালোভেরা জেল।
- ব্রনর সমস্যা কমায়- গরমকালে অনেকের ত্বকেই মারাত্মক ব্রনর সমস্যা দেখা যায়। বিশেষ করে যাঁদের স্কিন সেনসিটিভ এবং অয়েলি স্কিন তাঁদের ক্ষেত্রে ব্রনর সমস্যা দেখা যায় বেশি। এইসব ব্রন কমে গেলেও তার দাগ থেকে যায় ত্বকে। প্রচুর পরিমাণে এনজাইম, অ্যান্টিফ্লেমেটরি উপাদান এবং ভিটামিন রয়েছে অ্যালোভেরার মধ্যে। এইসব উপকরণ ত্বকের ব্রনর সমস্যা কমাতে সাহায্য করে।
- ত্বক শীতল রাখে- গরমকালে অনেক সময়েই ত্বকে র্যাশ দেখা যায়। এর থেকে লালচে ভাব, জ্বালাপোড়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে। এইসব সমস্যা দূর করে অ্যালোভেরা। অর্থাৎ ন্যাচারাল কুল্যান্ট হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা জেল। এর মাধ্যমে ত্বকের মোলায়েম ভাব এবং ঔজ্জ্বল্যও বজায় থাকে।
- দ্রুত ক্ষপ্ত শুকায়- অ্যালোভেরার সাহায্যে যেকোনও ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়। এই অ্যালোভেরার মধ্যে এমন উপকরণ রয়েছে যা নিমেষে ক্ষতস্থান শুকোতে সাহায্য করে। তাই কেটেছড়ে গেলে অ্যালোভেরা লাগাতে পারেন।
- সানবার্নের সমস্যা কমায়- গরমকালে ত্বকের অন্যতম সমস্যা ট্যান এবং সানবার্ন। রোদে বাইরে বেরোলে ত্বক পুড়ে কালচে ছোপ পড়ে যায় যাকে বলে ট্যান। এছাড়াও ত্বকে সানবার্ন হতে পারে। এইসব সমস্যা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা। বরফের টুকরো এবং অ্যালোভেরা জেল একসঙ্গে নিয়ে ত্বকে ম্যাসাজ করলে জ্বালাপোড়া ভাব কমতে পারে খুব কম সময়ে।
আরও পড়ুন- লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
হুগলি
জেলার
Advertisement