(Source: ECI/ABP News/ABP Majha)
K K Demise: কেন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হল না? কে কে-র মৃত্যুর পর প্রশ্ন বিভিন্ন মহলে
K K Demise: সাদার্ন অ্যাভিনিউয়ের নজরুল মঞ্চ থেকে ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেল। তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার রোডের CMRI হাসপাতাল। অসুস্থ শরীরে এতটা পথ পেরনোই কি কাল হল কেকে’র?
আবির দত্ত, ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কেকে (K K Demise) অসুস্থ হয়ে পড়ার পর, তাঁকে দ্রুত কাছের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন? প্রথমে ওবেরয় গ্র্যান্ড হোটেল, তারপর সেখান থেকে CMRI’তে নিয়ে যাওয়া হল কেন? এই গোল্ডেন পিরিয়ড (Golden Period) নষ্ট না হলে, কি কেকে’কে বাঁচানো যেত? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
কে কে-র মৃত্যুর পর প্রশ্ন: সাদার্ন অ্যাভিনিউয়ের নজরুল মঞ্চ থেকে ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেল। তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার রোডের CMRI হাসপাতাল। অসুস্থ শরীরে এতটা পথ পেরনোই কি কাল হল কেকে’র? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চিকিৎসার জন্য যে ‘গোল্ডেন পিরিয়ড’ থাকে, এত দূরে নিয়ে যেতে গিয়ে সেই সময়টা নষ্ট হয়েছিল? এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেকে’র গাড়ির চালক জানিয়েছেন, নজরুল মঞ্চ থেকে ফেরার সময়ই তিনি অসুস্থ বোধ করছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, তখনই কেন নজরুল মঞ্চ থেকে সরাসরি কাছাকাছি কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কে কে’কে? কেন ওবেরয় গ্র্যান্ডে আনা হয়েছিল তাঁকে? নজরুল মঞ্চের কাছেই ঢাকুরিয়া আমরি হাসপাতাল। নজরুল মঞ্চ থেকে তার দূরত্ব কতটা? সেখানে পৌঁছতে কতটুকু সময় লাগে? তা দেখেছি আমরা।
নজরুল মঞ্চ থেকে আমরির দূরত্ব ১ কিলোমিটার। যেতে সময় লাগে কম বেশি ২ মিনিট ১৯ সেকেন্ডের আশেপাশে। কাছাকাছির হাসপাতালের বদলে নজরুল মঞ্চ থেকে কেকে’কে নিয়ে যাওয়া হয় ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেলে। এই দূরত্ব পেরোতে কতটা সময় লাগে? দূরত্ব সাড়ে ৯ কিলোমিটার। যেতে সময় লাগে কম বেশি ২৪ মিনিট ৩৬ সেকেন্ডের আশেপাশে। এরপর ওবেরয় গ্র্যান্ড থেকে কেকে’কে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার রোডের CMRI’তে। সাড়ে ৫ কিমি রাস্তা প্রায় ১৩ মিনিট সময় লাগে। মাঝে রয়েছে পাঁচটা সিগনাল।
অনেকে প্রশ্ন তুলছেন, ওবেরয় গ্র্যান্ডে অসুস্থ হয়ে পড়ার পর, তাঁকে CMRI’তে নিয়ে যাওয়া হল কেন? কাছাকাছি কোনও হাসপাতালে ভর্তি করা হল না কেন? ওবেরয় গ্র্যান্ড থেকে ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে বেলভিউ নার্সিংহোমে। অর্থাৎ কেকে’কে নজরুল মঞ্চ থেকে আমরি হাসপাতালে নিয়ে যেতে সময় লাগত আড়াই মিনিটের কম সময়। আর ওবেরয় গ্র্যান্ড থেকে বেলভিউতে যেতে সময় লাগত সাড়ে ছ’মিনিট। তার বদলে তাঁকে নজরুল মঞ্চ থেকে ওবেরয় গ্র্যান্ডে, তারপর সেখান থেকে CMRI’তে নিয়ে যাওয়া হয়। যেখানে যাতায়াতেই মোট সময় লাগে প্রায় ৩৭ মিনিট। এবিষয়ে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পান্ডা বলেন, “হোটেলে নিয়ে গিয়ে স্ট্রেচ করা হয়েছে।’’ সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর মতে, “উচিত ছিল, শরীর খারাপ হওয়ার সময় হোটেলে না ফিরে হাসপাতালে গেলে এটা হত না। মেডিক্যাল ফেসিলিটি রাখা গেলে ভাল।’’
আরও পড়ুন: K K Demise: 'নজরুল মঞ্চের বাইরে ভিড় দেখে প্রথমে গাড়ি থেকে নামতেই চাননি কে কে'