Asansol: তীব্র চেহারা নিল আন্দোলন, উপাচার্যের অপসারণ চেয়ে সরব এবার পড়ুয়ারাও
প্রথমে কর্মী, তারপর শিক্ষক, এবার বিক্ষোভে যোগ দিলেন পড়ুয়ারাও।পশ্চিম বর্ধমানের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-বিরোধী আন্দোলন আরও তীব্র হল।
কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে (Kaji Nazrul University) উপাচার্য-বিরোধী আন্দোলন আরও তীব্র চেহারা নিল। অধ্য়াপক, অশিক্ষক কর্মীদের পাশাপাশি এবার দুর্নীতির অভিযোগ তুলে পড়ুয়াদের একাংশ উপাচার্যের অপসারণ চেয়ে সরব হলেন। পাল্টা উপাচার্যের দাবি, তাঁর বিরুদ্ধে এই আন্দোলন পুরো অনৈতিক।
উপাচার্য-বিরোধী আন্দোলন: প্রথমে কর্মী, তারপর শিক্ষক, এবার বিক্ষোভে যোগ দিলেন পড়ুয়ারাও। পশ্চিম বর্ধমানের (West Burdwan) আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-বিরোধী আন্দোলন আরও তীব্র হল। কাজি নজরুল বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এক সপ্তাহের বেশি সময় ধরে ক্য়াম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অশিক্ষক কর্মী ও অধ্যাপকদের একাংশ। এবার সেই বিক্ষোভে যোগ দিলেন পড়ুয়াদের একটা অংশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন মণ্ডলের অভিযোগ, “প্রচুর দুর্নীতি করেছেন। সিমেস্টারের জন্য ২৪০০ টাকা ফি, কোনও বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় না।’’ বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক দেবাদিত্য ভট্টাচার্য বলেন, “এখন সবাই এক ছাতার তলায়। ভিসি-র অপসারণ চাই।’’
উপাচার্যের অপসারণের দাবিতে একটি ফাঁকা চেয়ার রেখে প্রতীকী বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এবিষয়ে উপাচার্য সাধন চক্রবর্তীর বক্তব্য, কোনও অনৈতিক আন্দোলনে তাঁর সমর্থন নেই। ক্য়াম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়া হয়নি। একথা জানিয়ে সোমবার একটি নোটিসও জারি করেছেন উপাচার্য। উপাচার্য বনাম রেজিস্ট্রার সংঘাতে গত ১৩ মার্চ থেকে সরগরম আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। ডিএ আন্দোলনে সরকারি নির্দেশ উপেক্ষা করার অভিযোগ তুলে রেজিস্ট্রার চন্দন কোনারকে ডিসচার্জ করেছেন উপাচার্য সাধন চক্রবর্তী। পাল্টা রেজিস্ট্রারের অভিযোগ, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরের গাছ কাটিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি। ক্যাম্পাসের বাইরে নিজের বাড়ি কেনার জন্য টাকা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে। এমনকি রেজিস্ট্রারের অফিসের শৌচালয়ে কোনও কাজ না হওয়া সত্ত্বেও, সংস্কারের নামে ২ লক্ষ টাকা ভুয়ো বিল দেখানো হয়েছে। রেজিস্ট্রারের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁকে ডিসচার্জ করেছেন উপাচার্য। এই নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা মেটার কোনও লক্ষণ নেই।
আরও পড়ুন: Alipurduar News: সপ্তাহে একদিন বক্সা ব্যাঘ্র প্রকল্প ঢোকায় নিষেধাজ্ঞা, পর্যটকদের জন্য জারি নয়া নিয়ম