Accident News: টোটোর পিছনে বিরাট ধাক্কা ট্রাকের! ছিটকে নয়ানজুলিতে, জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ৩ জনের
Kakdwip Accident News: দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে টোটোটিকে উদ্ধারের চেষ্টা করে। চালক সহ এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: কয়েক ঘন্টার ব্যবধানে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা। গতকাল রাত ১২টা নাগাদ কাকদ্বীপের অক্ষয়নগর- কালীনগরে একটি ট্রাকের ধাক্কায় এক টোটোচালক সহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম এক টোটো যাত্রীকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন রাতে একটি ট্রাক কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। একইদিকে যাচ্ছিল একটি টোটো। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পেছনে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। যাত্রীসহ টোটো নয়ানজুলির মধ্যে ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে টোটোটিকে উদ্ধারের চেষ্টা করে। চালক সহ এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্য যাত্রীকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। ট্রাকটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করে। ঘাতক ট্রাকের চালক পলাতক।
অন্যদিকে, লরির চাকায় পিষ্ট হয়ে দু'জন বাইকআরোহীর মৃত্যু। এক জন গুরুতর জখম। দুর্ঘটনার দৃশ্য সিসিটিভি-তে ক্যামেরাবন্দিও হয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে ঘটনাটি ঘটে সাঁকরাইলের কদমতলায়। একটি বাইকে চড়ে তিনজন যাচ্ছিল আন্দুল রোড ধরে। কদমতলার কাছে একটি বড় লরি পিছন থেকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুজন। একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে।
মৃত রাজ লস্কর ও ইরফান মোল্লা। আহত শীল্টু মোল্লা। সবাই নাবালক। তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে তিনজন সাঁকরাইলের মানিকপুর গোড়াবাঁধ এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।ঘাতক লরিটি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে।
কিছুদিন আগে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে মধ্যমগ্রামে ধুন্ধুমার হয়েছিল। পুলিশের কিয়স্কে ভাঙচুরের পাশাপাশি তাণ্ডব চালানো হয় স্থানীয় থানাতেও। প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বারাসাতের SDPO। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা ঘটে। মাছের গাড়ির চালককে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। তোলাবাজির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।






















