Kalighat Temple: খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, বিধি-মেনে প্রবেশে অনুমতি
Kalighat Temple Update: চলতি মাসের শুরুর দিকে মন্দির কর্তৃপক্ষ জানায়,করোনার দাপট বাড়ায় ১১-২৬ জানুয়ারি পর্যন্ত কালীঘাট মন্দিরের (Kalighat)গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
কলকাতা : আজ থেকে ফের খুলল কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহ। করোনা আবহে জারি হয় নিষেধাজ্ঞা। সংক্রমণ কমতেই বিধি-মেনে সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।
বন্ধ ছিল মন্দিরের গর্ভগৃহ। দর্শনার্থীদের প্রবেশের জন্য বন্ধ রাখা ছিল। শুধুমাত্র পূজা-অর্চনা চলছিল। এরপর রাজ্যে জারি হয় কড়া করোনাবিধি (Covid Restrictions)। কোভিড বৃদ্ধির (Covid19 Case) কারণে কালীঘাট মন্দির (Kalighat Temple) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ রেখেছিল। আজ থেকে ফের কালীঘাটে মায়ের মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
চলতি মাসের শুরুর দিকে মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানায়, করোনাভাইরাসের (Coronavirus) দাপট বাড়ায় ১১-২৬ জানুয়ারি পর্যন্ত কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। তবে খোলা রয়েছে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থাও রাখা হয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।
আরও পড়ুন ; দক্ষিণেশ্বর মন্দিরের কাছে "বাদাম" নামে দোকান গড়ে দেওয়া হবে ভুবনকে, ঘোষণা মদনের
এরই মধ্যে করোনা (Covid19 Restrictions) নিয়ে গত ১৫ জানুয়ারি পর্যন্ত নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার (West Bengal Government)। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয় ওই নির্দেশিকায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে বলে জানানো হয় প্রশাসনের তরফে। তবে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ (School-College)।
এদিকে নতুন বছরের প্রথম দিনে বন্ধ করা হয় দক্ষিণেশ্বর (Dakshineshwar Temple) মন্দিরের দরজাও। ওই দিন ভবতারিণীর দর্শন হবে না। বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্য দেবীর পুজোও রোজকার মতোই সম্পন্ন হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ।