Kaligunj News: ছোট্ট তামান্না খুনে পুলিশের চার্জশিটে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, এখনও অধরা ১৪
Kaligunj By Poll: কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন, ভোটের রেজাল্ট বেরনোর আগেই শুরু হয়েছিল শাসক দলের একাংশের বিজয়োল্লাস। সেখান থেকে আসা বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের ছোট্ট তামান্না খাতুনের।

আবির দত্ত, নদিয়া, কালীগঞ্জ : নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায়, কৃষ্ণনগর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আর সেখানে দাবি করা হয়েছে, ময়নাতদন্ত, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ও আঘাত সংক্রান্ত রিপোর্টের ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে গয়াল শেখ, আনোয়ার শেখ-সহ ১০ জনের বিরুদ্ধে জোরাল ভাবে মামলা প্রতিষ্ঠিত হচ্ছে। নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় কৃষ্ণনগর আদালতে চার্জশিট জমা দিয়ে এমনটাই দাবি করল পুলিশ। যদিও, পুলিশের চার্জশিটে খুশি নয় পরিবার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তামান্নার পরিবার।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় ৯ বছরের ছোট্ট তামান্না খাতুনের দেহ। এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। কিন্তু, চার্জশিটে পুলিশ ১০ জনের নাম দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে নিহত বালিকার পরিবার। নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন বলছেন, 'তামান্নাকে মেরে ফেলা হয়েছে, মেরেছে, আনন্দ করতে করতে ওরা মেরে দিয়েছে, ২৪ জনের নামে FIR আছে, ২৪ জনকেই পুলিশ ধরবে, ২৪ জনকে কড়া শাস্তি দেবে। এতটুকুই আমি চাই।'
চার্জশিটে পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বাড়ি থেকে সকেট জাতীয় বোমা, দেশি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। যে ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল নিহত তামান্নার পরিবার, তাদের মধ্য়ে এখনও অবধি মাত্র ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অধরা ১৪ জন। ৯ বছরের ছোট্ট তামান্নার মৃত্যুর ৮৩ দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ। ৩৪০ পাতার চার্জশিট প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে।
তৃণমূল কংগ্রেসের জয়োল্লাস থেকে ছোড়া বোমায় নিহত তামান্না। গয়াল শেখ ও আনোয়ার শেখ সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, উল্লেখ পুলিশের চার্জশিটে। ময়নাতদন্ত ও আঘাত সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী অভিযোগ প্রমাণিত, উল্লেখ চার্জশিটে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ চলছে, চার্জশিটে জানাল পুলিশ। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার মেটাল সকেট জাতীয় বোমা, দেশি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমায় মৃত্যু ৯ বছরের ছোট্ট তামান্না খাতুনের। কালীগঞ্জে নিহত তামান্নার মায়ের অভিযোগের ভিত্তিতে ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় তামান্নার।






















