Kali Puja 2023: কষ্টি পাথরের কালী মূর্তি, উলুবেড়িয়ার আনন্দময়ী মন্দিরে মা সাজবেন স্বর্ণালংকারে
Kalipujo: মন্দির কমিটি জানিয়েছে প্রতিদিন এখানে ভোরবেলা থেকে পূজার্চনা শুরু হয়। সারাদিনই বেশ কয়েকবার পুজো, মায়ের ভোগ দান এবং সন্ধ্যা আরতি হয়।
সুনীত হালদার, হাওড়া: আগামীকাল কালীপুজো (Kalipuja)। তার আগে সেজে উঠেছে উলুবেড়িয়া (Uluberia) আনন্দময়ী কালীবাড়ি মন্দির। আজ সকাল থেকেই কয়েক হাজার পূণ্যার্থীরা ভীড় জমিয়েছেন। উলুবেড়িয়ায় গঙ্গা নদীর ধারে ১০৪ বছরের পুরনো আনন্দময়ী কালীবাড়ি। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হয়। কালী মূর্তি কালো কষ্টি পাথরে তৈরি। প্রতি বছরের মত এই বছরেও কালীপুজো উপলক্ষে মন্দির কমিটি নতুন ভাবে সাজিয়েছে মন্দির চত্বর।
মন্দির কমিটি জানিয়েছে প্রতিদিন এখানে ভোরবেলা থেকে পূজার্চনা শুরু হয়। সারাদিনই বেশ কয়েকবার পুজো, মায়ের ভোগ দান এবং সন্ধ্যা আরতি হয়। আগামীকাল কালীপুজো উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মায়ের মূর্তিতে প্রায় আড়াই কেজি স্বর্ণালংকার দিয়ে মুড়ে ফেলা হবে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে রাতে বিশেষ পুজো এবং ভোগদানের ব্যবস্থা করা হয়েছে।
উলুবেড়িয়া ছাড়াও শ্যামপুর ,আমতা, বাগনান এবং হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা থেকেও হাজার হাজার ভক্ত এদিন মন্দিরে মায়ের পুজো দেখতে আসেন। প্রায় সারারাত পুজো চলে। এছাড়াও সারা বছর নানা ধরনের উৎসব হয়। রাস মেলা থেকে শুরু করে দোল উৎসবে মেতে ওঠেন ভক্তরা। সারা বছর প্রতিদিনই হাজার হাজার ভক্ত এই মন্দিরে আছেন মায়ের কাছে প্রার্থনা করতে।
আরও পড়ুন, ৫০০ বছর পর কালীপুজোয় ৪ বিরল যোগ, কোন শুভ সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা?
অমাবস্যা কতদিন চলবে?
এ বছর দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার। এই দিনই কালীপুজো। বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে, এদিন, '২৫শে কাৰ্ত্তিক, (ভাঃ ২১শে কার্তিক), রবিবার, শ্রীশ্রীশ্যামা পূজা। গোস্বামিমতে যমচতুৰ্দ্দশী ও ধর্ম্মরাজ পূজা। অমাবস্যার নিশিপালন। ' ওই দিনই আবার শ্রীশ্রীমা তারাদেবীর আবির্ভাব তিথি । দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ও হালিশহরে রামপ্রসাদের ভিটায় শ্রীশ্রীকালী পুজো ও উৎসব। তারাপীঠে শ্রীশ্রীমা তারামায়ের বিশেষ পুজো হবে সেদিনই। প্রদোষে সন্ধ্যা ঘ ৪।৫১ গতে রাত্রি ঘ ৬।২৭ মধ্যে শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি। এই শুভ সময়ে দেবী লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হবে।