West Bengal Live Blog: আমদাবাদ বিপর্যয়ের জের, কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস
West Bengal Live News Update: নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ। এক মহিলার বাড়ির পিছনে বিস্ফোরণ, আহত মহিলা
LIVE

Background
কলকাতা: ঠিক কী কারণে ঘটল আমদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি, নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনও প্রশ্নের। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আমদাবাদের মতো বিপর্যয় ঘটলে কী হবে কলকাতার? প্রশ্নটা উঠছে তার কারণ, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল, হাই মাস্ট হোর্ডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট। যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখির। যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। এই আবহে কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস পাঠাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে, বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বহুতলের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, এমনটাই বলা হয়েছে। আগে মধ্যমগ্রামে ২৬, ২৭, ২৮ ওয়ার্ডে দু'তলার বেশি বহুতলে নিষেধাজ্ঞা ছিল। এবার নিউ ব্যারাকপুরের ফতেশা খালের আশেপাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি। বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে। বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন করবে পুরসভা।
পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো ৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া, নির্দেশ আদালতের। ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ, নির্দেশ আদালতের। ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মন্তব্য আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ। এক মহিলার বাড়ির পিছনে বিস্ফোরণ, আহত মহিলা। মজুত বোমা থেকে বিস্ফোরণ, অনুমান পুলিশের। বিধবা মহিলা বাড়িতে একাই থাকতেন। বাড়ির পিছনে সাফাই করতে গিয়ে বিস্ফোরণ। আহত মহিলাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় তাম্রলিপ্ত হাসপাতালে স্থানান্তর।
তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন সন্দেশখালি থানার OC বলাই ঘোষ। প্রলোভনে রাজি না হওয়ায় ভিলেজ পুলিশের মোবাইল ফোন থেকে গালিগালাজ করেছেন, এমনকী প্রাণনাশের হুমকিও দিয়েছেন। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে কলকাতা ও জেলার পুলিশ আধিকারিক, মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিজেপি নেত্রী। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ভিলেজ পুলিশকে ফোন করে গালিগালাজ করছিলেন পিয়ালি ওরফে মাম্পি দাস। সন্দেশখালি থানার OC ভিলেজ পুলিশের মোবাইল ফোন থেকে পিয়ালিকে ফোন করায় বাদানুবাদ হয়। তবে কী কথা হয়েছে তা স্পষ্ট নয়। এ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
West Bengal Live Blog: সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে
সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার পাশাপাশি ফোন করে, গালিগালাজ করেছেন সন্দেশখালি থানার ওসি। X হ্যান্ডলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ অস্বীকার করে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল।
West Bengal News: কাল হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়
কাল হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়
কাল সকাল ১০.৩০: ভাতা মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিন্হা
চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ২৫ হাজার ও ২০ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য
ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা ২০১৬-এর ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের






















