Kalyani AIIMS Contro : 'ডাটা এন্ট্রি অপারেটর পদে মাসিক বেতন ৩০ হাজার টাকা', বিজেপি বিধায়কের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
জনস্বার্থ মামলায় মামলাকারীর আরও অভিযোগ, ‘মৈত্রী দানার নিয়োগে হাত থাকতে পারে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। এছাড়া রাজ্যের কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠকে চাকরি দেওয়া হয়েছে’।
কলকাতা : বেআইনিভাবে এইমসে চাকরি দেওয়ার অভিযোগে (AIIMS Job Controversy) বিজেপি বিধায়কের বিরুদ্ধে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, ‘কল্যাণী এইমসে মৈত্রী দানা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন। যেখানে মৈত্রী দানার মাসিক বেতন ৩০ হাজার টাকা। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী।’ সোমবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।
জনস্বার্থ মামলায় মামলাকারীর আরও অভিযোগ, ‘মৈত্রী দানার নিয়োগে হাত থাকতে পারে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। এছাড়া রাজ্যের কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠকে চাকরি দেওয়া হয়েছে’।
তদন্তে সিআইডি
প্রসঙ্গত, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে তদন্ত করছে সিআইডি। তাদের দাবি, মৈত্রী দাবি করেছিলেন, নিয়োগ সংক্রান্ত কোনও কিছুতেই বাবার কোনও ভূমিকা ছিল না। কল্যাণী এইমসেও কোনওদিন যাননি। যদিও, সিআইডি সূত্রে দাবি, মেয়ের চাকরির জন্য তদ্বির করেছিলেন তাঁর বিধায়ক বাবা। সে জন্য কল্যাণী এইমসেও যান নীলাদ্রিশেখর দানা। এই তথ্য কল্যাণী এইমস কর্তৃপক্ষই সিআইডিকে জানিয়েছে বলে সূত্রের খবর।
সিআইডি সূত্রে খবর, কল্যাণী AIIMS’এ নিয়োগের পরীক্ষায় মাত্র ২০ নম্বর পেয়েছিলেন মৈত্রী। অথচ তাঁর চেয়ে বেশি নম্বর পেয়েও বঞ্চিত হয়েছেন অনেকে। সিআইডি সূত্রের দাবি, এই ঘটনায় সেই বিজেপির নেতা-জনপ্রতিনিধিরা, এক ডজনের বেশি চাকরির সুপারিশ এবং তদ্বির করেন। যাঁদের মধ্যে অনেকে পরীক্ষাই দেননি।সিআইডির দাবি, কল্যাণী এইমস, পরীক্ষা নিয়ামক সংস্থা, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড বা BECIL’এর কাছে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশের তালিকা পাঠায়। বেসিলও সে ব্যাপারে সিআইডিকে জানিয়েছে বলে ভবানী ভবন সূত্রের খবর।
অভিযোগ বিজেপির তরফেই
বিজেপি’র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় ৬ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ই-মেল পাঠান। যেখানে, তিনি দাবি করেন, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন। অমিত শাহকে পাঠানো ই-মেলে, বিজেপি নেতা আরও অভিযোগ করে বলেন, এই রাজনৈতিক নেতারা দলে থেকে পদের ব্যবহার করে, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন। আর বিজেপির যে সাধারণ কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁরা এই দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য বঞ্চিত হচ্ছেন। এরপরই, মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন। তাতে বলা হয়, কল্যাণী AIIMS’এ বেআইনিভাবে চাকরি দেওয়া হচ্ছে। যোগ্যদের বদলে প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ, বিধায়ক ও নেতা মন্ত্রীরা পরিবার-পরিজনদের চাকরি পাইয়ে দিচ্ছেন। অভিযোগকারী দাবি করেন, তিনিও কল্যাণী AIIMS’এ চাকরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর চাকরি হয়নি। ইন্টারভিউ না নিয়ে বেআইনিভাবে অন্যকে চাকরি দেওয়া হয়েছে। যার পর হওয়া এফআইরের ভিত্তিতে তদন্তভার নেয় CID।
আরও পড়ুন- 'নেপথ্যে বিশাল প্রভাব' শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের