Kanchanjunga Express: সিগন্যালিংয়ের সমস্যা না চালকের ভুল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে কী জানাল রেল?
Kanchenjunga Express Accident: রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা বলেন, "আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। ড্রাইভার (লোকো পাইলট) সিগন্যাল উপেক্ষা করেই ট্রেনটিকে ধাক্কা মেরেছে।
জলপাইগুড়ি: ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের।
রেলের তরফে কী জানান হল?
রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা বলেন, "আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়েছে। ড্রাইভার (লোকো পাইলট) সিগন্যাল উপেক্ষা করেই ট্রেনটিকে ধাক্কা মেরেছে। ড্রাইভারের কামরা এবং ট্রেনের পিছনের পার্সেল ভ্যানের কোচটিতে দুর্ঘটনার প্রভাব সর্বোচ্চ। মালগাড়ির ২ ড্রাইভারের মৃত্যু হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও প্রাণ হারিয়েছেন। আগরতলা-শিয়ালদহ রুটের সমস্ত রেলস্টেশনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।"
#WATCH | Kanchenjunga Express train accident | " Rescue operation completed. The driver (Loco pilot) who disregarded the signal has died & also the guard of Kanchenjunga Express has lost his life. Help desks established at all railway stations along Agartala- Sealdah route, "… pic.twitter.com/9fPXhT3dAo
— ANI (@ANI) June 17, 2024
মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাথমিক অনুমান রেলের। কীভাবে দুর্ঘটনা? ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ৬০ জন, খবর পিটিআই সূত্রে। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের।
রেলের তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানুষের ভুলেই এই দুর্ঘটনা। সিগন্যাল উপেক্ষা করে যাওয়াতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। অ্যান্টি কলিশন ডিভাইস কবচকে কীভাবে পশ্চিমবঙ্গে আরও কার্যকরী করে তোলা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।
West Bengal train accident | "8 deaths, 25 injured in this accident. Prima facie suggests human error as the cause. The first indications suggest that this is a case of signal disregard. Kavach needs to proliferated, planned for West Bengal," says Jaya Varma Sinha, Chairman & CEO… pic.twitter.com/uUnP92wErs
— ANI (@ANI) June 17, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে