Kasba Incident Protest: 'তৃণমূল মনুবাদী দর্শন বাস্তব জীবনে প্রয়োগের আপ্রাণ চেষ্টা করছে', নাগরিক মিছিল থেকে বার্তা বিকাশরঞ্জনের
Kasba Incident Protest Rally: এই নাগরিক মিছিলে ছিলেন রাজ্যের প্রতিবন্ধী সংগঠনের সদস্যরাও। হুইল চেয়ারে বসে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে।

শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, সন্দীপ সরকার, কলকাতা : গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিল। কিন্তু লেক মলের কাছে মিছিল পৌঁছতেই তা আটকে দেয় পুলিশ। রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। রাজপথে আঁকা হয় গ্রাফিতি। স্লোগানিংয়ের সঙ্গে চলতে থাকে বিক্ষোভ। অভয়া মঞ্চের এই মিছিল ছিল একটি নাগরিক মিছিল। একাধিক গণ সংগঠন যোগ দিয়েছিল এই মিছিলে। কসবাকাণ্ডের প্রতিবাদ করাই ছিল একমাত্র উদ্দেশ্য। কিন্তু সেখানেও মিছিল এগোতে দিল না পুলিশ। এদিনের মিছিলে ছিলেন সিপিএম- এর রাজ্যসভার সাংসদ সদস্য এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিনের মিছিলে পা মিলিয়ে তিনি বলেছেন, 'শাসকদল, যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্ত ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এটা এমন পর্যায়ে চলে গেছে যে রাস্তাঘাটে... আমি আসতে আসতে দেখলাম, বারাসাত রেলওয়ে স্টেশনের সামনে একজন মহিলাকে এইভাবে অপদস্থ করা হয়েছে। সেখানে অবশ্য জনগণ গণধোলাই দিয়েছে। এই তৃণমূল দল, তারা মনুবাদী দর্শনটাকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে।'
এদিনের মিছিলে ছিলেন আরেক আইনজীবী ফিরদৌস শামিম। লেক মলের সামনে পুলিশ যখন মিছিল আটকেছিল তখন সেখানেই ছিলেন তিনি। আইনজীবী বলেছেন, 'সংবিধান প্রদত্ত অধিকার প্রতিটি সাধারণ মানুষের তাঁদের মত প্রকাশ করতে পারেন, সমবেত হতে পারেন, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনও করতে পারেন। সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়ার জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করছে রাজ্য প্রশাসন, যা ন্যাক্কারজনক। মেডিক্যাল কলেজের অভ্যন্তরে একজন ছাত্রীর সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আইন কলেজের অভ্যন্তরে একজন ছাত্রীর সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। যখন মেডিক্যাল কলেজের ভিতরে একজন ছাত্রীকে ধর্ষিত হয়ে খুন হতে হচ্ছে। আইন কলেজের ভিতরে একজন ছাত্রীকে ধর্ষিতা হতে হচ্ছে। নদিয়ার একেবারে প্রান্তসীমার একটি গ্রামের সেখানে একজন বাচ্চা ফুটফুটে মেয়েকে বোম খেয়ে মৃত্যু বরণ করতে হচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে কয়েকটি মঞ্চ, স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কয়েকজন মানুষ গড়িয়াহাট থেকে হাজরা যাবেন বলে ঠিক করেছিলেন। একটা নাগরিক মিছিল। এভাবে একটা নাগরিক মিছিলকে এভাবে আটকানোর ঘটনা আমি অন্তত দেখিনি। সিঙ্গুর আন্দোলনের পর থেকে বারবার নাগরিক মিছিল হয়েছে। কিন্তু এভাবে কখনও আটকানো হয়নি। এখানে পুলিশ দিয়ে আতঙ্কিত করার যে পরিবেশ তৈরি হচ্ছে তা ন্যাক্কারজনক।'
এই নাগরিক মিছিলে ছিলেন রাজ্যের প্রতিবন্ধী সংগঠনের সদস্যরাও। হুইল চেয়ারে বসে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। তিনি জানিয়েছেন, রাজ্যের মহিলাদের উপর যে অত্যাচার চলছে তার প্রতিবাদ করতেই রাস্তায় নেমেছেন।






















