Kasba Law College Case : তদন্তকে ভুল পথে চালিত করতে জেলে বসেই এই ছক মনোজিতদের, কী করছে তারা?
South Calcutta Law College Molestation : শুক্রবার সকালেই, কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৩ অভিযুক্তকে নিয়ে ল' কলেজে পুনর্নির্মাণ করছে পুলিশ। শুক্রবার সকালে তিন অভিযুক্তকে নিয়ে কলেজে যান তদন্তকারীরা।

আশাবুল হোসেন, সৌভিক মজুমদার , জয়ন্ত পাল, কলকাতা : কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রর দাপট নিয়ে চাঞ্চল্য়কর সব তথ্যা সামনে আসছে। আদালতে জমা দেওয়া নথিতে মনোজিতকে ‘অত্যন্ত প্রভাবশালী’ বলে উল্লেখ করেছে পুলিশই। সেই সঙ্গে ছাত্রদের বয়ানে উঠে আসছে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের মনোজিতের প্রতি অপত্য স্নেহের কথাও।
মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ছাত্রদের প্রবল মারধর করা, প্রাণে মারার হুমকি, তাঁদের বাবা-মাকে ভয় দেখানো, মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও বুক ফুলিয়েই এদ্দিন ঘুরেছে মনোজিৎ ও তার গ্যাং। তাকে ছুঁতে পারেনি পুলিশও। ছাত্রদের একাংশের অভিযোগ, পুলিশকে থোরাই কেয়ার করত মনোজিৎ। পুলিশের উর্দি কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছে সে। এখন সেই গুণধরই গণধর্ষণে অভিযুক্ত । এখন তাঁকে 'অত্য়ন্ত প্রভাবশালী' বলে আখ্য়া দিয়েছে কলকাতা পুলিশ!
আদালতে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিতে মনোজিতকে ‘অত্যন্ত প্রভাবশালী’ বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা পরস্পরবিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন মামলায় সিবিআই একদা তৃণমূলের বিভিন্ন অভিযুক্ত নেতাকে প্রভাবশালী আখ্য়া দিত, এখন মনোজিৎ মিশ্রকে কলকাতা পুলিশ প্রভাবশালী বলছে!
কিন্তু প্রশ্ন হল, কার প্রশ্রয়ে এমন ক্ষমতাশলী হয়ে উঠল মনোজিৎ মিশ্র? একজন সাধারণ ছাত্র থেকে অত্যন্ত প্রভাবশালী করে তোলার নেপথ্য়ে কোন প্রভাবশালীরা? তাঁদের কি খুঁজে বের করা হবে? এদিকে শুক্রবার সকালেই, কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৩ অভিযুক্তকে নিয়ে ল' কলেজে পুনর্নির্মাণ করছে পুলিশ। শুক্রবার সকালে তিন অভিযুক্তকে নিয়ে কলেজে যান তদন্তকারীরা। কলেজের বিভিন্ন অংশে চলছে পুনর্নির্মাণ। তাতে কি সহায়তা করবে মনোজিৎরা?






















