Kashmir Terror Attack: কাশ্মীর ভ্রমণের পরিকল্পনায় ছেদ, আতঙ্কের আবহে টিকিট বাতিলের হিড়িক হাওড়ায়
Howrah News: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

সুনীত হালদার, হাওড়া: জঙ্গি হানার প্রেক্ষিতে এবার কাশ্মীর যাওয়ার পরিকল্পনা বাতিল করার হিড়িক (Kashmir Terror Attack)। হাওড়ার অধিকাংশ পর্যটক ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার পহেলগাঁওয়ের ঘটনার পর আপাতত অধিকাংশ পর্যটক কাশ্মীর ভ্রমণ বাতিল করছেন। তাঁরা জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
কোভিড পরিবর্তে পর্বে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্যায়। এমনটাই দাবি, ট্যুর অপারেটরদের। কিন্তু মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। পর্যটকদের মধ্যে বড় অংশ যাঁরা এবারের গ্রীষ্মে কাশ্মীরের টিউলিপ বাগান দেখার পরিকল্পনা করেছিলেন তাঁরা আতঙ্কিত। মে-জুন মাসে যাঁরা কাশ্মীরে বেড়াতে যাওয়ার কথা ভেবেছিলেন তাঁরা আপাতত তা বাতিল করছেন। অনেকে যাঁরা টিকিট কেটেছিলেন তাঁরাও আতঙ্কে টিকিট বাতিল করছেন। ট্রাভেল এজেন্সির অফিসে এসে তাঁরা কাশ্মীরের বদলে কুলু, মানালি অথবা শিমলা ভ্রমণের জন্য বুক করছেন।
সালকিয়ার ব্যবসায়ী অজয় দে বলেন, আগামী ২৬ মে তাঁর এবং তাঁর বন্ধুর পরিবার মিলে সাত জনের দল কাশ্মীর ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। আপাতত তা বাতিল করছেন ভয়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ওখানে বেড়াতে যাওয়ার কথা চিন্তা করবেন। ট্রাভেল এজেন্সির মালিক অভিজিৎ মণ্ডল বলেন, "এবারে কাশ্মীরে রেকর্ড ভিড় হচ্ছে। প্রচুর পর্যটক কাশ্মীরে যেতে চাইছেন। মঙ্গলবার জঙ্গি হানার পর তাঁদের অনেক পর্যটক ওখানে আটকে পড়েছেন। তাঁরা ঘুরে বেড়ানোর পরিবর্তে যে কোনও উপায়ে ঘরে ফিরতে চাইছেন। কাশ্মীরের জন্য নতুন কোনও বুকিং হচ্ছে না। এমনকী যাঁরা বুকিং করেছিলেন এদিন তাঁরাও বাতিল করেছেন। কাশ্মীরের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এখন কার্যত তাঁর দিকেই তাকিয়ে আছেন পর্যটকরা।
ধর্ম জানার পর পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে হত্য়া, নির্বিচারে গুলি চালিয়ে একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে দেশবাসী। মনে করা হচ্ছে বেছে বেছে পর্যটকদের হত্য়া করে কাশ্মীরের অর্থনীতির ভিত্তিকে ভেঙে দিতে চাইল তারা। কাশ্মীরের অর্থনীতির মূল ভিত্তিই হল পর্যটন। পরিসংখ্য়ান বলছে, গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্য়া। জম্মু কাশ্মীর সরকার সরকার সূত্রে খবর, ২০২১ সালে পর্যটকের সংখ্য়া ছিল ১ কোটি ১৩ লক্ষ। ২০২২ সালে তা বেড়ে হয় ১ কোটি ৮৯ লক্ষ। ২০২৩ সালে তা আরও বেড়ে হয় ২ কোটি ১১ লক্ষ। ২০২৪ সালে ছিল ২ কোটি ৩৫ লক্ষ। আর এই পর্যটকদের ভীত-সন্ত্রস্ত করে কাশ্মীরের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য় করাই জঙ্গিদের অন্য়তম প্রধান লক্ষ্য়। এই জঙ্গি হামলা যে তাঁদের রুজি-রুটি কার্যত বন্ধ করে দিল তা হাড়েহাড়ে টের পাচ্ছেন কাশ্মীরে পর্যটনের সঙ্গে জড়িত লোকজন।





















