Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজো, ভোর থেকে ভক্তদের ভিড়, কড়া নিরাপত্তা ব্যবস্থা
Birbhum News: মোড়ে মোড়ে বসানো হয়েছে প্রায় ১২টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে নিযুক্ত করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ আধিকারিক সহ ১৫০০ পুলিশকর্মী সহ প্রায় ২ হাজার সিভিক ভলান্টিয়ার।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। বেলা বারোটার আগে অমাবস্যা লাগবে বলে এবার এগিয়ে নিয়ে আসা হয়েছে মায়ের মধ্যাহ্ন ভোজনের সময়। অমাবস্যা লাগলেই শুরু হবে মায়ের বিশেষ পুজো। তার আগে, মঙ্গলারতি করে শুরু হল মায়ের সেবা পুজো। কথিত আছে, সাধক বামাক্ষেপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে।অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বর জুড়ে লাগানো হয়েছে একাধিকি সিসিটিভি ক্যামেরা। মোড়ে মোড়ে বসানো হয়েছে প্রায় ১২টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে নিযুক্ত করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ আধিকারিক সহ ১৫০০ পুলিশকর্মী সহ প্রায় ২ হাজার সিভিক ভলান্টিয়ার।
প্রতি বছরই কৌশিকী অমাবস্য়া উপলক্ষে, মায়ের আশীর্বাদ নিতে প্রচুর ভক্তের সমাগম হয় তারাপীঠে। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই 'কৌশিকী অমাবস্যা' নামটি এসেছে। মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ।
অন্যান্য বছরের মতো এবারও কৌশিকী আমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। অপ্রতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। তারাপীঠে জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিন। সাজানো হয়েছে মন্দির চত্বর। মন্দিরে চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি। পুলিশের পাঁচশো আধিকারিক-সহ দেড়া হাজার জন পুলিশকর্মী এবং দুহাজার সিভিক কর্মী নিযুক্ত থাকবে নিরাপত্তায়। পুলিশের নজরদারির জন্য ১২টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৪০টি ড্রপগেট করা হয়েছে।
শুধু তারাপীঠই নয়। কৌশিকী অমাবস্য়া উপলক্ষে অনেক জায়গাতেই পুজো হয়। বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে লেক কালীবাড়িতেও। প্রতিবারের মতো এবারও মায়ের আশীর্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা।






















