Arvind Kejriwal: বিজেপির বিরুদ্ধে বিরোধী বিধায়ক কেনাবেচার অভিযোগ কেজরিওয়ালের
এনিয়ে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ, এদিন মুখ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'মোদির সামনে কে যাবে, একটা মুরগি খোঁজা হচ্ছে। তাই একেক জন এসে মমতাকে হাওয়া দিচ্ছে।

এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। নবান্নে বৈঠকের পর এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ দিন বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে বিরোধী বিধায়ক কেনাবেচার অভিযোগও করেছেন। ২০২৪-এ ভোটের আগে বিরোধী ঐক্যে শান, নবান্নে ৩ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উপর আক্রমণ, আদালতে যাওয়ার হুঙ্কারও দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নে দিল্লি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেন। বিরোধীদল হলেই হেনস্থা করার চেষ্টা চলছে, অভিযোগ কেজরিওয়ালের।
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদি-বিরোধী রাজনীতির প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয় নবান্নে। মূলত দুটি বিষয় নিয়ে দুই মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এক, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী মহাজোট গঠন। মূলত নীতীশ কুমার ও কেজরিওয়ালের উদ্যোগেই বিরোধী শক্তিগুলির সেতু বন্ধনের কাজ চলছে। এ ছাড়াও, কেন্দ্রের বিরুদ্ধে আমলা নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। কেজরিওয়াল সরকারের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমলাদের নিয়ন্ত্রণ করতে অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র। প্রশাসনিক ক্ষমতা দখলের এই চেষ্টা রুখতেই অ-বিজেপি রাজ্যগুলির কাছে একজোট হওয়ার আবেদন জানাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়েও মমতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
এনিয়ে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ, এদিন মুখ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'মোদির সামনে কে যাবে, একটা মুরগি খোঁজা হচ্ছে। তাই একেক জন এসে মমতাকে হাওয়া দিচ্ছে। কিন্তু উনি বুঝে গেছেন মোদির সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে'। মমতা-কেজরিওয়াল বৈঠক নিয়ে এই সুরেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
মূল আলোচনার বিষয় দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে, নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। প্রায় ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে, লোকসভায় বিজেপির কোনও চিন্তা নেই, কারণ তাদের নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু রাজ্য়সভায় এই অর্ডিন্য়ান্স আটকাতে হলে কেজরিওয়ালের কংগ্রেসের সমর্থন একান্তই প্রয়োজন।
কিন্তু কংগ্রেস কি তা করবে? ইঙ্গিতপূর্ণভাবে কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ট্যুইট করে বলেছেন, অর্ডিন্যান্সের বিষয়ে কংগ্রেস এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দিল্লি প্রদেশ কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করে ঠিক তা করা হবে।






















