Kolkata Municipality News: করোনা সংক্রমিত কলকাতা পুরসভার শপথগ্রহণে হাজির সাধনা বসু, তাপস রায়
শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধনা বসুর আশেপাশে যাঁরা বসেছিলেন তাঁদের নিজেদের খেয়াল রাখতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রয়োজনে টেস্ট করিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা: করোনা আক্রান্ত (Corona Positive) কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) বরো চেয়ারম্যান সাধনা বসু (Sadhana bose)। গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ৪ নম্বর বরোর চেয়ারম্যান। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে বাঙুর হাসপাতালে (Bangur HOSPITAL) ভর্তি হয়েছেন বরো চেয়ারম্যান। সমস্ত কাউন্সিলর এবং বরো চেয়ারম্যানদের সঙ্গে সাধনা বসুও ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধনা বসুর (Sadhana Bose) আশেপাশে যাঁরা বসেছিলেন তাঁদের নিজেদের খেয়াল রাখতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রয়োজনে টেস্ট করিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কলকাতা পুরসভার (KMC) মেয়রের ঘরের এক ডেটা এন্ট্রি ওপারেটরেরও করোনা হয়েছে। আজ তাঁরও করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা আক্রান্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়। গতকাল কলকাতা পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠানে (kmc Oath taking Ceremony) ছিলেন তিনি।
ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোনের (Containment Zone) ভাবনা। করোনা ঠেকাতে ইতিমধ্যে দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), কেরল(Kerala)-সহ বিভিন্ন রাজ্য নাইট কার্ফু জারি করেছে। বিধি নিষেধের পক্ষে সওয়াল করছেন চিকিৎসকরাও। করোনার সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ফের স্কুল-কলেজ বন্ধ করা হতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখতে শিক্ষাসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee)। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের কনটেনমেন্ট জোন করার ভাবনা।
ওমিক্রন (Omicron) উদ্বেগের মধ্যে, ৩ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন (Vaccination)। এর মধ্যেই, আরও ২টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে DCGI। বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
উল্লেখ্য, আপাতত স্থিতিশীল করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্বর নেই, অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক। ফুসফুসেও তেমন প্রভাব পড়েনি। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিকে কালই আসতে পারে প্রাক্তন ভারত অধিনায়কের ওমিক্রন রিপোর্ট