Kolkata Municipal Corporation:জিঞ্জিরাবাজারে পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি, সকালে বেহালা ও মহেশতলায় বন্ধ সরবরাহ
KMC Water Line Leakage:কলকাতা পুরসভার জলের লাইনে ফাটল ঘিরে সমস্যা দেখা দিল একাধিক জায়গায়। ফাটলটি দেখা যায় জিঞ্জিরাবাজারে জলের লাইনে। তার জেরে সমস্যায় বেহালা ও সংশ্লিষ্ট এলাকা।
সঞ্চয়ন মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরসভার (KMC Water Line) জলের লাইনে ফাটল ঘিরে সমস্যা দেখা দিল একাধিক জায়গায়। ফাটলটি দেখা যায় জিঞ্জিরাবাজারে (Zinzira Water Line) জলের লাইনে। তার জেরে সমস্যায় বেহালা ও সংশ্লিষ্ট এলাকা।
যা জানা গেল...
পুরসভা সূত্রে খবর, জিঞ্জিরাবাজারে পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি বাধে। জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বাজারে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে চাল, ডাল, আলু, সবজি, মাছ। ক্ষুব্ধ ব্য়বসায়ীরা বেশকিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পাইপে ফাটলের জেরে বেহালা ও মহেশতলায় বন্ধ থাকে পানীয় জল সরবরাহ।
কী ছবি?
হু হু করে ঢুকছে জল। জলের তলায় গোটা বাজার ও সংলগ্ন এলাকা। জলে ভেসে গেছে দোকান। মঙ্গলবার সকালে জিঞ্জিরাবাজারে কলকাতা পুরসভার পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় এভাবেই বিপত্তি বাধে।
জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। বাজারে জল ঢুকে নষ্ট হয় যায় চাল, ডাল, আলু, সবজি, মাছ। ক্ষতিগ্রস্ত দোকানদারদের এক জন বললেন, 'গোটা এলাকায় প্রচুর দোকান রয়েছে যেগুলি এই পাইপ ফাটার ফলে সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ে। প্রচুর জিনিস নষ্ট হয়ে যায়। প্রত্য়েকটা দোকান এবং দোকানের সঙ্গে গোডাউনে জল জমে যায়। দোকানদাররা নষ্ট হওয়া জিনিসপত্র বের করে ফেলছেন। আলু, পেঁয়াজ থেকে শুরু করে সজবি, মাছ, আটা ময়দা থেকে সব কিছু নষ্ট হয়েছে।' প্রায় ৩ ঘণ্টা জল জমে থাকে এলাকায়। ফলে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবাদে কষুব্ধ ব্য়বসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। পরে পাম্প চালিয়ে জল নামানো হয়। ফেটে যাওয়া পাইপ মেরামত করেন পুরসভার কর্মীরা। পাইপে ফাটলের জেরে এদিন বিকেলে বেহালা ও মহেশতলায় বন্ধ থাকে পানীয় জল সরবরাহ। গত জানুয়ারিতে শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে পানীয় জলের পাইপ লাইন ফাটায় কার্যত একই ধরনের বিপত্তির সাক্ষী থাকে কলকাতার একাংশ। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বিঘ্নিত হয় জল সরবরাহ। মূলত সংস্কারের জন্য় গার্ডেনরিচ জল প্রকল্প বন্ধ থাকার কথা শোনা যায়। ১৪০০ মিলিমিটারের সেই পাইপলাইনের অংশ পাল্টানো হবে, জানানো হয়েছিল সেই সময়ে। সেই জন্যই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মেরামতি চলে বেশ কিছু এলাকার পাইপ লাইনে।
আরও পড়ুন:'আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই TMC জিতবে', জেলে বসেই জয়ের দাবি জেলবন্দি জীবনের