Bangladesh News: 'এটা ট্রেলার...এরপর অত্যাচার বন্ধ না হলে রফতানি বন্ধ', হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari: 'রাজাকারদের আত্মসমর্পন করাবে ভারত', পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হুঙ্কার শুভেন্দুর। 'সন্ন্যাসীর মুক্তি না হলে রফতানি বন্ধ', মন্তব্য শুভেন্দুর। পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের সমাবেশে গিয়ে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। বাংলাদেশে শান্তি ফেরাতে তাঁরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। চট্টগ্রামের এক নাগরিক ১২ নভেম্বর মা-বাবাকে চিকিৎসা করাতে এসেছিলেন ব্যাঙ্গালোরে। দেশে ফেরার আগে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। চট্টগ্রামের আরেক নাগরিক আজই আগরতলা স্থল বন্দর হয়ে ভারতে এসেছেন। যাবেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে। ওদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন বাংলাদেশি নাগরিক। আতঙ্ক এতটাই যে, কেউ নিজের পরিচয় দিতে চাইছেন না।
আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সাধু-সন্তরা।'আজ পেট্রাপোলে বিক্ষোভ করব। সীমান্তে সমস্ত্র ট্রাক আটকাব। পরিবহন ব্যবস্থা সন্ধ্যা অবধি বন্ধ থাকবে', স্বামী পরমাত্মানন্দ।