Sharaf House Fire: শরাফ হাউসে মিলল অগ্নিদগ্ধ দেহ, পাশে পড়ে ড্রাইভিং লাইসেন্স
Kolkata: দগ্ধ দেহর পাশে ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স দেখে দেহ শনাক্ত
আবির দত্ত, কলকাতা: শরাফ হাউসের অগ্নিকাণ্ডের পর উদ্ধার দেহ। অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ ও দমকল। শ্যামসুন্দর সাহার নামে এক ব্যক্তির খোঁজ না মেলায় হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয়। ফোরাম প্রোজেক্ট নামে একটি সংস্থা ইমেল করে হেয়ার স্ট্রিট থানায়। তারপরেই শরাফ হাউসের ভস্মীভূত অংশে তল্লাশি শুরু করে পুলিশ ও দমকল। দুপুর ৩টে নাগাদ উদ্ধার হয় দগ্ধ দেহ। পাশ থেকে উদ্ধার হয় একটি ড্রাইভিং লাইসেন্স। শ্যামসুন্দর সাহা আগরপাড়ার বাসিন্দা, ওই সংস্থার প্রাক্তন কর্মী, বয়স ৬৬ বছর। গতকাল শরাফ হাউসেই ছিলেন।
এদিন দুপুরে সংস্থা থেকে মেল আসে, সেখানে বলা হয় তাদের এক কর্মী শরাফ হাউসে কর্মরত ছিলেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মেল পাওয়া মাত্র শরাফ হাউসে যায় পুলিশের দল। সেখানে গিয়ে তল্লাশি চালাতেই মেলে অগ্নিদগ্ধ দেহ। পুলিশ সূত্রের খবর, ড্রাইভিং লাইসেন্সটিও পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে। সেখান থেকেই আপাতত শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে।
বুধবার দুপুরে রাজভবনের কাছে শরাফ হাউস নামের ওই বহুতলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছঁয় একের পর এক দমকল ইঞ্জিন। আগুনের কারণে একসময় শরাফ হাউসের ছাদের একাংশ ভেঙে পড়ে। পাশের গাছেও আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে রাজভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিছুক্ষণ পরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও।
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোরও। বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। ওই এলাকা, ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ ছিল, প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে। ছোট ঘর তৈরি করে অফিস হিসেবে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি করেছিলেন তিনি। যদিও সেই অভিযোগ মানতে চাননি কলকাতার মেয়র। ফিরহাদ হাকিমের কথায়, 'কবে থেকে বেআইনি। কী বেআইনি। এলাকার কাউন্সিলর তো কোনও দিন অভিযোগ করেননি। বিষয়টি দেখছি।' স্থানীয়দের দাবি, ছাদে থাকা ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়, বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল।
আরও পড়ুন: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?