Kolkata AC Bus: তেঘরিয়ার কাছে সরকারি এসি বাসে আগুন, বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনা
Kolkata AC Bus Fired: বিমানবন্দরে যাওয়ার পথে এসি বাসে আগুন

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই শহরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এদিন বিমানবন্দরে যাওয়ার পথে তেঘরিয়ার কাছে দাউদাউ করে জ্বলে ওঠে বাস। সল্টলেক গ্যারাজ থেকে বেরিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে আগুন।
ভিআইপি রোড ধরে বিমানবন্দরের দিকে যাওয়ার কথা ছিল সেটির। কিন্তু সেইসময় হঠাৎ এসি বাসটিতে আগুন ধরে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এর আগে অগাস্টে এমন ঘটনা ঘটেছিল। কলকাতা বিমানবন্দরের যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আচমকা আগুন লেগে যায়। আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাসটি।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস, বারাসত থেকে গড়িয়া রুটে যাচ্ছিল। বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। কলকাতার দিকে আসার সময়ে এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছে আচমকাই ঘটে দুর্ঘটনাটি। দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বাসে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বাস খালি করে দেওয়া হয়েছিল।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে। তদন্ত শুরু হয়েছে। তবে চলন্ত বাসে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল আতঙ্কিত যাত্রীরা। অনেকেই বলছেন, বড় বিপদ হতে পারত। এসি বাসে দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থাও নেই। দমবন্ধের মতো পরিস্থিতি হতেই পারত। যদিও আগুন লাগার বিষয়টি টের পেতেই চালক বাস থামিয়ে দ্রুত যাত্রীদের নেমে যেতে বলেন।
বাসে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও পাইকপাড়ায় একটি এসি বাসে আগুন লেগে গিয়েছিল। সেই সময় শর্ট-সার্কিট থেকে তখন আগুন লাগার ঘটনা ঘটেছিল। জানা গিয়েছে, বাসটি বেলঘরিয়া থেকে বেরিয়ে বিটি রোড ধরে যাচ্ছিল। তারপর পাইকপাড়া মোড়ের কাছে এসি বাসটিতে আচমকা ধোঁয়া বেরতে দেখা যায়।






















