Fraud: স্যোশাল মিডিয়ায় আলাপ, তরুণীর সঙ্গে দেখা করতে সোনা, টাকা সর্বস্ব খোয়ালেন যুবক
Social Media Dating Scam: তার পরই সোনার চেন, আংটি, প্রায় ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেন তরুণী ও তাঁর বান্ধবী। ইকো পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবক।
![Fraud: স্যোশাল মিডিয়ায় আলাপ, তরুণীর সঙ্গে দেখা করতে সোনা, টাকা সর্বস্ব খোয়ালেন যুবক kolkata after being friend in social meeting A youth came to meet and fraud by 2 women Fraud: স্যোশাল মিডিয়ায় আলাপ, তরুণীর সঙ্গে দেখা করতে সোনা, টাকা সর্বস্ব খোয়ালেন যুবক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/28/1f3d67e2c4f249a30f7c01d640e163591690523765347176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, কলকাতা: স্যোশাল মিডিয়ায় (Social Media) ভাব জমিয়ে মাদক খাইয়ে লুঠের অভিযোগ উঠল ২ তরুণীর বিরুদ্ধে। প্রথমে স্যোশাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে পরিচয় হয় এক তরুণী। এরপর নিউটাউনের পাঁচতারা হোটেলে আসানসোলের যুবককে দেখা করতে বলেন তিনি। সূত্রের খবর , স্যোশাল মিডিয়ায় কয়েক মাস আগে আলাপ হয়েছিল তাঁদের। হোটেলে এক বান্ধবীকেও সঙ্গে নিয়ে যান তরুণী। সেখানেই যুবককে মদ্যপান করানোর অভিযোগ ওঠে। তার পরই সোনার চেন, আংটি, প্রায় ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেন তরুণী ও তাঁর বান্ধবী। ইকো পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবক।
নিউটাউনের (Newtown) হোটেলে ডেকে এনে যুবককে অজ্ঞান করে গয়না, টাকা লুঠের অভিযোগ ওঠে তরুণীর বিরুদ্ধে। ইকো পার্ক (Eco Park) থানায় অভিযোগ দায়ের করেছেন আসানসোলের যুবক। তরুণীর পরিচয় জানতে খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিক্যামেরা ফুটেজ।
স্যোশাল মিডিয়ায় ভাব জমানোই কাল হল! তরুণীর ফাঁদে পা দিয়ে সোনার চেন থেকে শুরু করে নগদ টাকা-সর্বস্ব খোয়ালেন আসানসোলের যুবক! মাস তিনেক আগে স্যোশাল মিডিয়ায় তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল। মেসেঞ্জারেই বাড়ে ঘনিষ্ঠতা। মঙ্গলবার ওই যুবকের সঙ্গে দেখা করতে চেয়ে নিউটাউনের একটি হোটেলে আসতে বলেন তরুণী। পাঁচতারা হোটেলের ঘর বুক করে রুম নম্বর পাঠান যুবক। তারপরই বান্ধবীকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন তরুণী।
কিছুক্ষণের মধ্যেই সিগারেট কেনার নাম করে বান্ধবী ও ওই যুবককে বাইরে পাঠিয়ে দেন তিনি। যুবকের দাবি, ফিরে আসার পর তাঁকে জোর করে মদ্যপান করান তরুণী। তারপরই অজ্ঞান হয়ে যান তিনি। সকালে উঠে টের পান লুঠ হয়ে গিয়েছে সোনার চেন, আংটি-সহ প্রায় ৩০ হাজার টাকা। ফেসবুকে যুবককে ব্লক করে দিয়েছেন তরুণী। তার পরিচয় জানতে হোটেলের সিসিক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও প্রতারণার ছবি
অক্ষরে কারচুপি করে অভিনব প্রতারণা: সল্টলেকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ার অভিযোগ, একটি বেসরকারি ব্য়াঙ্ক থেকে মোবাইলে একটি লিঙ্ক আসে। পড়ুয়ার দাবি, মেসেজে লেখা ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া না দিলে সেই ব্য়াঙ্কের নামে তাঁর যে ক্রেডিট কার্ড রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করতেই পরপর তাঁর অ্য়াকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে নেওয়া হয়। এরপরই জানা যায়, ব্যাঙ্কের নাম দৃশ্যত এক হলেও, আদতে তা নয়। অ্যালফাবেটে কারচুপি করে এই প্রতারণা করেছে প্রতারকরা।
আরও পড়ুন: Trawler Capsize: প্রবল ঢেউয়ের দাপটে ট্রলার উল্টে বিপত্তি, আহত আট মৎস্যজীবী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)