Kolkata: আকাশছোঁয়া জ্বালানির দাম থেকে স্বস্তি দিতে প্রস্তুত বিকল্প জ্বালানি
Kolkata News: সেই বিকল্প জ্বালানি তৈরির ক্ষেত্রেই আশার আলো দেখাচ্ছে কলকাতার সংস্থা এভারগ্রিন ফিউচার। বিশেষজ্ঞরা মনে করছেন, বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগবে সিএনজি ও হাইড্রোজেন জ্বালানি।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সিএনজি (CNG) বা হাইড্রোজেন গ্যাসের (Hydrogen Gas) মতো বিকল্প জ্বালানি (Alternative Energy) তৈরি করেছে কলকাতার সংস্থা এভারগ্রিন ফিউচার (Evergreen Energy)। সংস্থার দাবি, তাদের তৈরি জ্বালানি (fuel) ব্যবহার করলে পরিবহণ খরচ অনেকটাই কমবে। পরিবহণ ক্ষেত্রে এই জ্বালানি ব্যবহারের জন্য কথা চলছে সরকারের (Government) সঙ্গে।
বিকল্প জ্বালানির প্রস্তুতি
এখন জ্বালানির দাম আকাশছোঁয়া। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের (Petrol) দাম ছিল ১১৫ টাকা ১২ পয়সা, ডিজেলের (Diesel) লিটার প্রতি দাম ৯৯ টাকা ৮৩ পয়সা। এই পরিস্থিতিতে খোঁজ চলছে বিকল্প জ্বালানির।
সেই বিকল্প জ্বালানি তৈরির ক্ষেত্রেই আশার আলো দেখাচ্ছে কলকাতার সংস্থা এভারগ্রিন ফিউচার। বিশেষজ্ঞরা মনে করছেন, বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগবে সিএনজি ও হাইড্রোজেন জ্বালানি।
কলকাতার এই সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) তৈরি করা হয়েছে কারখানা। সেখানে কৃষি ও প্রাণিজাত বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে হাইড্রোজেন গ্যাস ও সিএনজি।
এছাড়াও সাব প্রোডাক্ট (Sub Product) হিসেবে তৈরি করেছে ধোঁয়াবিহীন কয়লা। সেইসঙ্গে তৈরি করেছে বায়োটার, যা রং শিল্পে কাজে লাগে।
আরও পড়ুন: Purulia Leopard Fear: পুরুলিয়ার জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি, আতঙ্কে গ্রামবাসীরা
এভারগ্রিন ফিউচারের চিফ টেকনিক্যাল অফিসার (Chief Technical Officer) রাজুগোপাল বর্মন বিশ্লেষণ করেন কোন প্রযুক্তিতে কী তৈরি হচ্ছে। এভারগ্রিন ফিউচারের সিইও (CEO) দেবাশিস বসু গ্যাসের ব্যবহার সম্পর্কে বলেন।
ইতিমধ্যে উত্পাদিত গ্যাসের পেটেন্ট নিয়েছে সংস্থা। উৎপাদিত গ্যাসের ব্যবহার নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের সঙ্গে কথা চলছে। সংস্থার দাবি, তাদের প্রযুক্তিতে তৈরি সিএনজি ব্যবহার করলে প্রতি কিলোমিটারে একটি বাসের জ্বালানি খরচ কমতে পারে ১৫ টাকা। গাড়ির ক্ষেত্রে খরচ কমতে পারে কিলোমিটারে ৫ টাকা।