Kolkata App Cab Molestation : শহরে লাক্সারি ট্যাক্সির দরজা লক করে 'শ্লীলতাহানি', ধৃত চালক
Kolkata App Cab Molestation : ধৃত মনোজ কুমার বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযুক্তের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
কলকাতা : ফের লাক্সারি ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। সল্টলেক থেকে হাওড়া যাচ্ছিলেন দুই তরুণী। অভিযোগ, অ্যাপ ক্যাব চালক তরুণীদের কুপ্রস্তাব দেয়। গাড়ি লক করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। চারু মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মনোজ কুমার বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযুক্তের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন :
' দলের ঊর্ধ্বে কেউ নন' বিশেষ কারও উদ্দেশে বার্তা মমতার?
বৃহস্পতিবারই কলকাতায় গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ট্যাক্সি চালকের বিরুদ্ধে। মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ট্যাক্সিচালককে। পেটের তাগিদে শহরে কাজ করতে এসে নির্যাতনের শিকার হন এক মহিলা। আনন্দপুরের একটি ব্যাগ কারখানার কাজ করেন মগরাহাটের বাসিন্দা তরুণী। মঙ্গলবার রাতে রুবির মোড়ে দাঁড়িয়েছিলেন পার্ক সার্কাস স্টেশন যাওয়ার জন্য। এসি ট্যাক্সি এসে দাঁড়ায় তাঁর সামনে। অভিযোগ, ২৭ বছরের তরুণীকে জোর করে গাড়িতে তোলা হয়। ইএম বাইপাস ধরে অম্বেডকর ব্রিজের কাছে অন্ধকার জায়গায় গাড়ি থামিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী তরুণীর কাছে থেকে ৫ হাজার টাকাও কেড়ে নেওয়া হয়। পরে ব্রিজের মুখে মূক ও বধির তরুণীকে নামিয়ে চলে যায় ট্যাক্সিচালক।
কলকাতা শহরের বুকে বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কিত অনেকেই। প্রশ্ন উঠেছে, অ্যাপ ক্যাবেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে কীসের ভরসায় যাতায়াত করবেন মেয়েরা। তবে দুই ক্ষেত্রেই পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়া কিছু ভরসা জুগিয়েছে।
গত বছর অক্টোবর মাসে শহরে অ্যাপ ক্যাবে এসি চালানো নিয়ে চালকের সঙ্গে বচসা হয় পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী দম্পতির। স্বামীর মাথা ফাটানোর পাশাপাশি, স্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। অভিযোগ, সেদিন মহিলার শরীর খারাপ হওয়ায় অ্যাপ ক্যাবে উঠে এসি চালানোর অনুরোধ জানানোয় অস্বীকার করে চালক। এরপর যাত্রীর অনুরোধ অগ্রাহ্য করে চালক নিজের পছন্দের রুটে যেতে চাওয়ায় বচসা চরমে ওঠে। অভিযোগ, সেইসময় মহিলার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি, স্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে অ্যাপ ক্যাব চালক।