Auto Permit Controversy: অটোর ফিটনেস জালিয়াতির অভিযোগ, কী পদক্ষেপ পরিবহণ দফতরের?
Kolkata News: রাস্তায় চলার অযোগ্য অটোরও রয়েছে ফিটনেস সার্টিফিকেট। এক দু শো নয়, কলকাতা ও শহরতলিতে ছেয়ে রয়েছে এমনই হাজার হাজার অটো।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অটোতে চড়েছেন? কিন্তু সেই অটো ফিট তো? ফিটনেসের শংসাপত্র থাকলেও চিন্তার যথেষ্ঠ কারণ আছে। কারণ টাকা দিলেই এ রাজ্যের অটো ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ভিন রাজ্য থেকে। গত ৩ মাসে কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতেই এমন সাড়ে ৬ হাজার অটোর সন্ধান পেয়েছে রাজ্য পরিবহণ দফতর।
রাস্তায় চলার অযোগ্য অটোরও রয়েছে ফিটনেস সার্টিফিকেট। এক দু শো নয়, কলকাতা ও শহরতলিতে ছেয়ে রয়েছে এমনই হাজার হাজার অটো। রাজ্য পরিবহণ দফতরের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, কয়েক মাস আগেই বিষয়টি নজরে আসে। এরপরই তদন্তে নামে তারা। সেই তদন্তে তথ্যেই চক্ষু চড়কগাছ। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "যে গাড়ির ন্য়াশনাল পারমিট নেই, যে পশ্চিমবঙ্গের বর্ডার টপকায় না, টপকাতে পারে না, সেই সব গাড়িও হাতে ফিটনেস সার্টিফিকেট। এটা একটা ক্রিমিনাল অফেন্স। এটা একটা কিন্তু ভয়ানক আইন বিরুদ্ধ কাজ। এখানের গাড়ি ওখানে যাচ্ছেই না, অথচ সার্টিফিকেট হাতে। এটা একটা বিরাট অন্য়ায়।''
পরিবহণ দফতর সূত্রে খবর, টাকা দিলেই বাড়িতে বসে হরিয়ানা, মধ্য়প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, বিহার থেকে মিলছে গাড়ির ফিটনেস সার্টিফিকেট। পরিবহণ দফতরের নিয়ম অনুযায়ী ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য গাড়ির পরিস্থিতি খতিয়ে দেখা জরুরি। তাহলে, ন্য়াশমাল পারমিট না থাকা সত্ত্বেও কী করে এই অটো ভিন রাজ্যে পরীক্ষার জন্য পৌঁছচ্ছে? পরিবহণ দফতর সূত্রে খবর, গত মে, জুন ও জুলাই এই তিন মাসেই এমন সাড়ে ৬ হাজার অটোর সন্ধান মিলেছে। রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্য়েই বিষয়টি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রককে জানিয়েছে। সেই সঙ্গে যে সমস্ত অটোকে চিহ্নিত করা হয়েছে, তাদের ফের ফিটনেস সার্টিফিকেট করানো বাধ্য়তামূলক বলেও জানানো হয়েছে। পরিবহণ মন্ত্রী বলেন, "ওসব এটিএস থেকে যে সার্টিফিকেট এনেছে ওটা আমরা গ্রহণই করছি না। এই গাড়িগুলিকে এখানে ফিটনেস করতে হবে। ফিটনেস না করলে তার ফাইন হবে।'' অটোর ফিটনেস সার্টিফিকেট নিয়ে জালিয়ারি রুখতে এবার জিপিএস-এর ব্যবহার করতে চলেছে পরিবহণ দফতর। এর ফলে বাড়িতে বসে ফিটনেস সার্টিফিকেট নেওয়া যাবে না। তাতে জালিয়াতি অনেকটা কমবে বলে আশা।






















