Kolkata News: বড়বাজারের দোকান থেকে উদ্ধার প্রায় ৪ কোটি টাকার বিদেশি সোনা
দোকানে বিদেশ থেকে বেআইনিভাবে আনা ৯ কেজির বেশি সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
কলকাতা: বড়বাজারে একটি দোকান থেকে প্রচুর টাকা মূল্যের সোনা উদ্ধার করল কাস্টমস। সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের ওই দোকানে তল্লাশি চালান কাস্টমস এর অফিসাররা। দোকানে বিদেশ থেকে বেআইনিভাবে আনা ৯ কেজির বেশি সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। দোকান মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার: এর আগেও বড়বাজারে নিয়ে যাওয়ার সময়ে মার্চ মাসে ভিনরাজ্যে পাচারের আগে হাওড়া ব্রিজের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করে শুল্ক দফতর। আটক ২ পাচারকারী। সূত্রের খবর, বড়বাজার থেকে বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছিল ৩টি সোনার বার। যার ওজন ছিল ১ হাজার ৪৯৮ গ্রাম। ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে শুল্ক দফতর।
তবে কেবল হাওড়া স্টেশন থেকেই নয়। এর আগেও রাজ্যের একাধিক এলাকা থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করেছিল শুল্ক দফতর। এদিনের সোনা উদ্ধার ঘিরে রীতিমট চাঞ্চল্যও ছড়িয়েছিল হাওড়ার ওই এলাকায়। কীভাবে এত টাকার গয়না এল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কী উদ্দেশ্য এই সকল প্রশ্নও উঠতে শুরু করে।
মাটি পাচার বিরোধী অভিযান: সম্প্রতি কল্যাণীতে অভিযান চালানো হয়। মহকুমা শাসকের হাঁকডাক শুনে কেউ ভয়ে ছুট দিলেন। কেউ আবার নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে, নদীতেই ভেসে রইলেন পুলিশ যাতে নাগাল না পায়। প্রশাসনিক কর্তা ও পুলিশের হাত থেকে বাঁচতে এভাবেই চলল লুকোচুরি খেলা।
মাটি পাচারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান ঘিরে, বৃহস্পতিবার সকালে এমনই ছবি দেখা গেল নদিয়ার কল্যাণীতে। প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কল্যাণীর চর যদুবাটি, চর যাত্রাসিদ্ধি-সহ বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছিল, যে গঙ্গার পাড় থেকে প্রতিদিন বেআইনি ভাবে কাটা হচ্ছে মাটি। নৌকা বোঝাই করে সেই মাটি পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। মূলত ইটভাটা লাগোয়া এলাকা থেকে চলছে মাটি পাচার।