Kolkata Barisha Accident : বড়িশা হাইস্কুলের সামনে ফের বেপরোয়া লরি !
Behela Accident : এদিন বেহালা চৌরাস্তায় দেখা গেল সতর্কতার ছবি। রাস্তা পারপার করার সময় যাতে কোনও বিপদ না ঘটে, তা নিয়ে সতর্ক পুলিশ।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ঘটে গিয়েছে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Behala Accident)। বেপরোয়া লরি কেড়ে নিয়ে ৭ বছরের শিশুর প্রাণ। কোল খালে হয়েছে মায়ের। সন্তানহারা অভিভাবকের মতোই শোক পেয়েছেন প্রধান শিক্ষক। পুলিশি গাফিলতির অভিযোগে উত্তাল হয়েছে বেহালা। এরপর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও ক্ষতে প্রলেপ পড়েনি। সকালে মহানগরের লরি (Lorry) চলাচল নিয়ে লাগু হয়েছে বিধিনিষেধ। কিন্তু তা সত্ত্বেও ফেরেনি হুঁশ। বেহালা চৌরাস্তায় (Behala road) ওই স্কুলের সামনে ফের বেপরোয়া লরি।
সপ্তাহের প্রথমদিন কার্যত সাত-সকালে ফের বেপরোয়া লরি এসে পড়ে বড়িশা হাইস্কুলের সামনে। আগের ঘটনা থেকে সতর্ক হয়ে, তড়িঘড়ি পুলিশ গিয়ে আটকায় লরিটিকে। প্রথমে চালককে গাড়ি থেকে নামতে বলা হলেও, নামতে চাননি তিনি। পরে জোরাজুরি করে তাঁকে নামতে বাধ্য করে পুলিশ ও তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশই লরি চালিয়ে নিয়ে যায় ঠাকুরপুকুর থানায়।
এদিন বেহালা চৌরাস্তায় দেখা গেল সতর্কতার ছবি। রাস্তা পারপার করার সময় যাতে কোনও বিপদ না ঘটে, তা নিয়ে সতর্ক পুলিশ। বেহালা চৌরাস্তা মোড়ে প্রতিদিন ভিড় লেগেই থাকে। যানবাহন শুরু করে নিত্যযাত্রী, জট পাকানো পরিস্থিতি তৈরি হয়। সেখানে সোমবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। সকলে জেব্রা ক্রসিং ধরে রাস্তা পারাপার করতে দেখা গেল প্রত্যেককে। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়াতে দেখা গিয়েছে যাত্রীদের। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। স্কুল পড়ুয়াদের অভিভাবকরা সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও কতদিন এই ব্যবস্থা বজায় থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
অন্যদিকে, বেহালা চৌরাস্তা লাগোয়া ১০০টিরও বেশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা গুমটি দোকানগুলিকে বড় রাস্তা থেকে ২ ফুট ছেড়ে বসতে বলা হয়েছে। রবিবার রাত থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর সোমবার খুলল বড়িশা স্কুল। লালবাজারে নির্দেশে মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার করানো হচ্ছে। এই পুলিশি তৎপরতা কতদিন বজায় থাকে, সেটাই দেখার বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন :
ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন