Kolkata News: বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ
Kolkata Bowbazar Lynching Death: মোবাইল চুরির অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে, হাত-পা বেঁধে মার, কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু..
ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। কোমরের নিচে আঘাত ছিল, হাসপাতাল সূত্রে খবর। গণপিটুনির ঘটনায় আটক কয়েকজন, তদন্তে পুলিশ।
মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হল যুবকের। বউবাজারে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে খুন করা হল, ৩৭ বছরের ইরশাদ আলমকে। বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের বাসিন্দা ইরশাদ। কাজ করেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে। শুক্রবার সকালে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এই রাস্তাতেই রয়েছে উদয়ন হস্টেল। অভিযোগ, সেই সময়ই তাঁকে টেনে-হিঁচড়ে হস্টেলের ভিতরে নিয়ে যায় আবাসিকরা। হস্টেলের গেট বন্ধ করে, ভিতরের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। পুলিশ পৌঁছনোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা। প্রায় আধঘণ্টা পর খোলা হয় তালা। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখম ইরশাদের।
সকাল ১১ টা নাগাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময়ও প্রাণে বেঁচে ছিলেন জখম যুবক। সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা যায়,২ হাতে গভীর ক্ষত রয়েছে তাঁর। শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে রয়েছে রক্ত। ভেঙে গিয়েছে পা। ক্ষত রয়েছে কব্জিতেও। ব্যান্ডেজ করেও সেই রক্তক্ষরণ বন্ধ করতে পারেননি চিকিৎসকেরা। ঘটনায় হস্টেল থেকে ১৪ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এর মধ্যে ৩ জন মারধরে সরাসরি যুক্ত বলে অনুমান পুলিশের।আবাসিকদের অভিযোগ, বৃহস্পতিবার হস্টেল থেকে চুরি যায় একটি মোবাইল ফোন। মুচিপাড়া থানায় মোবাইল চুরির অভিযোগও জানায় এক আবাসিক। কিন্তু তার কেন এভাবে মারধর করা হল ইরশাদকে?
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়,বৃহস্পতিবার, পাশেই একটি কেকের দোকানের সিসিটিভি ফুটেজে হস্টেল থেকে এক যুবককে বেরোতে দেখা যায়। শুক্রবার ইরশাদকে দেখে তাঁদের মনে হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া ছেলেটিই সে। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হস্টেলের ভিতর। অভিযুক্তদের আরও দাবি, মোবাইল চুরি করার কথা স্বীকার করে ইরশাদ। জানায়, ১০০০ টাকায় ফোনটি চাঁদনি চকে বেচে দিয়েছে সে। আবাসিকরা তখন তাঁকে সেই ফোন এনে দেওয়ার কথা বলে। ইরশাদ জানায় সেটা আর সম্ভব নয়। তখনই শুরু হয় বেধড়ক মার।
আরও পড়ুন, পড়ুয়ার পাতে কাঁকড়াবিছে! মিড-ডে মিল নিয়ে তুলকালাম বাঁকুড়ায়
হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ব্যাট ও ১ টি লাঠি। তার মধ্যে ১ টি ব্যাট ২ টুকরো হয়ে গিয়েছে। পুলিশের অনুমান, এই ব্যাট দিয়েই মারধর করা হয় ইরশাদকে। শুক্রবার ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। আশপাশের দোকানগুলি থেকে সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ। কিন্তু, নির্দিষ্ট ওই কেকের দোকানের সিসি ক্যামেরায় কারসাজি করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। কারণ, পাওয়া যাচ্ছে না ওই ক্যামেরার ফুটেজ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।