Kolkata: বছর ঘুরেছে, এখনও বিধায়কহীন মানিকতলা, ভোট চেয়ে পড়ল পোস্টার
Maniktala Assembly Constituency: বৃহস্পতিবার দেখা যায়, মানিকতলা বিধানসভা কেন্দ্রজুড়ে একাধিক এলাকায় এই পোস্টার পড়েছে। নীচে লেখা, মানিকতলা বিধানসভা কেন্দ্র গণতন্ত্র বাঁচাও কমিটি।
সঞ্চয়ন মিত্র, দীপক ঘোষ ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে ২০২২-র ফেব্রুয়ারিতে। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্য়ে উপনির্বাচনের নিয়ম থাকলেও, একবছর পেরিয়ে গেলেও এখনও উপনির্বাচন হয়নি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে।
উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল মানিকতলায়:
নিয়ম অনুযায়ী, বিধায়কের মৃত্যু হলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। বালিগঞ্জ, খড়দা, গোসাবা থেকে সাগরদিঘির ক্ষেত্রে সেই মতো উপনির্বাচন হলেও, এখনও বিশবাঁও জলে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
বৃহস্পতিবার দেখা যায়, মানিকতলা বিধানসভা কেন্দ্রজুড়ে একাধিক এলাকায় এই পোস্টার পড়েছে। নীচে লেখা, মানিকতলা বিধানসভা কেন্দ্র গণতন্ত্র বাঁচাও কমিটি। ভোট চাইছেন বাসিন্দারাও। এলাকায় কোনও বিধায়ক এখন না থাকায় উন্নয়নের কাজে সমস্যা হচ্ছে। সরকারি পরিষেবা পাওয়ার জন্যও সমস্যা হচ্ছে। এক বাসিন্দা বলেন, 'হ্যাঁ ভোট তো হওয়া উচিতই। পরিষেবার ব্য়াপার থাকে।' ভোটের পক্ষে সওয়াল করেছেন আরও অনেকেই। পাড়ার দোকানে, চায়ের ঠেকেও শোনা যাচ্ছে উপনির্বাচন হওয়ার দাবি।
২০২১-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের সাধন পাণ্ডে। বিধানসভা ভোটে ৬৭ হাজার ৫৭৭ ভোট পেয়েছিলেন সাধন পাণ্ডে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯টি ভোট। ২০২২-এর ২০ ফেব্রুয়ারি, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে মানিকতলা আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্য়ে উপনির্বাচনের নিয়ম থাকলেও, তা হয়নি। গণনায় কারচুপির অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলা এখনও চলছে। ফলে নির্বাচন হয়নি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'অনেক জায়গাতেই ভোট বাকি। ও তো ওদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়।' যদিও বিষয়টি বিচারাধীন বলে জানিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'ওটা তো কোর্ট কেস আছে। কোর্ট আর ইলেকশন কমিশন বুঝবে।'
মামলার নিষ্পত্তি হবে কবে? কবে হবে উপনির্বাচন? আর কতদিন পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হবে মানিকতলার মানুষকে?
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Died)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে।
আরও পড়ুন: শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা